গুসকরা (পূর্ব বর্ধমান) :- বিজেপির ৪ সমর্থক জামিন পাবার পর ফের তাদের গ্রেপ্তার করার ঘটনায় শনিবার উত্তপ্ত হয়ে উঠল গুসকরা বিট হাউস। বিজেপি সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করেছে বিজেপি। সম্প্রতি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে আউশগ্রামের তকিপুর এলাকা। দুপক্ষের সংঘর্ষের জেরে কয়েকটি দোকানে আগুনও লাগানো হয়। এই ঘটনায় পুলিশ ৪জন বিজেপি সমর্থককে গ্রেপ্তারও করে। কয়েকদিন আগে তাঁরা জামিন পান। কিন্তু এরপরই ফের শুক্রবার রাতে ওই ৪জন বিজেপি সমর্থককে আউশগ্রাম থানার গুসকরা বিট হাউসের ওসি স্নেহময় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ আটক করে নিয়ে আসে। এই খবর ছড়িয়ে পড়তেই আউশগ্রাম ও গুসকরা থেকে কয়েকশো বিজেপি সমর্থক গুসকরা বিট হাউস ঘেরাও করেন। ওসির কাছে ওই ৪জন বিজেপি সমর্থককে কেন আটক করা হয়েছে তা জানতে চান। বিজেপি কর্মীদের অভিযোগ, ওসি তাঁদের প্রায় ১ ঘণ্টা বসিয়ে রাখেন। এরপর তিনি বিজেপি সমর্থকদের সঙ্গে কথা না বলেই অন্যপথে বিট অফিস ছেড়ে বেড়িয়ে যেতে গেলে বিজেপি সমর্থকরা তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি কর্মীদের অভিযোগ, এই ঘটনার সময় পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে বিজেপি সমর্থকদের ওপর। পুলিশের লাঠির আঘাতে গুরুতর জখম হন দুই বিজেপি সমর্থক। পুলিশ লাঠিচার্জ করে বিজেপি সমর্থকদের ছত্রভঙ্গ করার পাশাপাশি দুই বিজেপি সমর্থককে গ্রেপ্তার করে। এদিকে, এই ঘটনায় পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, পুলিশের লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করে জেলা পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, ৪জনকে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে প্রিভেনটিভ এ্যারেষ্ট করা হয়েছিল। কিন্তু বিজেপি কর্মীরা থানায় এসে পুলিশকে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তাড়া করে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Tags Lathi Charge
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …