ভাতার (পূর্ব বর্ধমান) :- ধান ও চালের বস্তার আড়ালে চলছিলো ফেনসিডিল (নিষিদ্ধ মাদক দ্রব্য) পাচার। পাচারের আগেই ফেনসিডিল বোঝাই ট্রাক ধরে ফেলে ভাতার থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ। পুলিশ সূত্রে জানাগেছে, দেখে মনে হবে বস্তা বোঝাই করে ধান নিয়ে যাচ্ছে ট্রাক। ভাতার থানা এলাকার ৬ মাইল এলাকায় ধানের বস্তা বোঝাই ট্রাক থেকে চালের বস্তা বোঝাই ট্রাকে ফেনসিডিল লোড করার সময় ধরা পরে ট্রাক দুটি। ট্রাকে তল্লাশি চালিয়ে পুলিশ ৪৬৯০০ পিস ফেনসিডিলের বোতল উদ্ধার করেছে। মোট ৪৫০ টি প্যাকেটে ছিল ফেনসিডিলের বোতলগুলি। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক গুলি ঝাড়খন্ড থেকে এসেছে। এরপর চালের বস্তার ট্রাকে এগুলি উত্তরবঙ্গ বা বাংলাদেশে পাঠানোর ছক ছিল। এই ঘটনায় আসামের বাসিন্দা দীপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, শুক্রবার ভোররাতে ভাতার থানার পুলিশ ৬ মাইল এলাকা থেকে ৪৬৯০০ বোতল ফেন্সিডিল ( নিষিদ্ধ মাদক দ্রব্য) ভর্তি দুটি ট্রাক বাজেয়াপ্ত করেছে। এক ব্যক্তিকে এই মাদক দ্রব্য পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পেশ করা হবে। এই নিষিদ্ধ মাদক দ্রব্য পাচারের ঘটনায় নির্দিষ্ট আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
Tags banned drug banned drug Phensedyl banned Phensedyl Drug drug Phensedyl Drugs Illegal Drug Phensedyl Phensedyl DX Syrup Phensedyl Syrup
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …