Breaking News

২৪ ঘন্টায় বাজেয়াপ্ত ৩৩ টি ওভারলোডিং বালি বোঝাই গাড়ি, গ্রেপ্তার ২৪ জন

Police seized 33 overloading sand trucks in 24 hours, arrested 24 people

খন্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- জেলাজুড় অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় ৩২ টি ওভারলোডিং বালি বোঝাই ট্রাক এবং ১ টি ট্রাক্টর বাজেয়াপ্ত করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। একই সাথে ওভারলোডিংয়ের মতো বেআইনী কাজের সাথে যুক্ত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তারও করা হয়। ধৃত ২৪ জনকেই রবিবার বর্ধমান আদলতে পেশ করা হয়। বেআইনী কর্মকান্ডের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের মধ্যেই শনিবার রাতে জেলাজুড়ে ওভারলোডিংয়ের বিরুদ্ধে ব্লক ভূমি ও ভূমিরাজস্ব দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযানে নামে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এদিন শুধুমাত্র খন্ডঘোষ থানা ও রায়না ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অভিযান চালিয়ে ১০ টি বালি বোঝাই ওবারলোডেড ট্রাক বাজেয়াপ্ত ও ১০ জন চালককে গ্রেপ্তার করা হয়। এছাড়াও খন্ডঘোষ থানা এককভাবে অভিযান চালিয়ে আরও ৭ টি ট্রাক বাজেয়াপ্ত করার পাশাপাশি ৭ জন চালকেও গ্রেপ্তার করে। এছাড়া খন্ডঘোষেরই রাওতাড়া মৌজায় অভিযান চালিয়ে আরও একটি ট্রাক্টর বাজেয়াপ্ত ও একজনকে গ্রেপ্তার করে খন্ডঘোষ থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ৩০৫(ই), ৩১৭(২), ৩১৭(৪), ৩১৭(৫) ও ৬১(২) ধারায় মামলা রুজু করে পুলিশ এবং সকলেই রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয়।
জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, জেলা জুড়েই ধারাবাহিকভাবে আইনবহির্ভূত কর্মকান্তের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামীতে এই ধরনের অভিযান চলবে।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *