Breaking News

বর্ধমানে বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে চলল জলকামান

Police used water cannons to thwart BJP's plan to besiege SP office.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার দুপুরে বর্ধমানে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা কমিটির ডাকে এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে চলল জলকামান। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ এস পি অফিস ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হলেও প্রায় ১ ঘণ্টা দেরিতে শুরু হয় বিজেপির কর্মসূচি। এই কর্মসূচির জন্য এদিন এসপি অফিসের ১০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বর্ধমান টাউন হল থেকে মিছিল নিয়ে কার্জন গেট চত্বরে আসতেই দেখা দেয় ব্যাপক উত্তেজনা। কার্জন গেটের সামনে পুলিশের প্রথম ব্যারিকেডকে কার্যত তুলে ফেলে দেয় বিজেপির সমর্থকেরা। এই ব্যারিকেডেই চাপা পড়ে এক পুলিশ কর্মী আহতও হয়েছেন। এরপর দ্বিতীয় ব্যারিকেডকেও উপড়ে দেয় বিজেপির সমর্থকেরা। তৃতীয় ব্যারিকেডের কাছে মিছিল আসতেই শুরু হয় বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি। Police used water cannons to thwart BJP's plan to besiege SP office. বারবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ব্যারিকেড ভাঙবেন না, ১৪৪ ধারা জারি আছে। কিন্তু পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তৃতীয় ব্যারিকেডের দিকে এগোতে থাকেন বিজেপি কর্মীরা। এই সময় বিজেপি কর্মীদের ছোঁড়া ইটের আঘাতে দুই সিভিক ভলানটিয়ার আহত হয়েছে বলে অভিযোগ। বিজেপি কর্মীদের ঠেলায় পুলিশ কিছুটা কোণঠাসা হতেই বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় জলকামান দাগা শুরু হয়। যদিও তারই মাঝে বিজেপি কর্মীরা দ্বিগুণ উৎসাহে তৃতীয় ব্যারিকেডের কাছে যাবার চেষ্টা করে। এদিন এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা, পশ্চিম বর্ধমান জেলার বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘড়ুই। অভিজিৎ তা এদিন জানিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণভাবে এদিন এস পি অফিস যাবার চেষ্টা করেন, কিন্তু পুলিশ বিনা প্ররোচনাতেই তাঁদের ওপর জলকামান প্রয়োগ করেছে। তিনি জানিয়েছেন, সন্দেশ খালির ঘটনা এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হেনস্তা করার প্রতিবাদে এদিন এই কর্মসূচি নেওয়া হয়। যদিও তিনি এদিন দাবি করেছেন, মিছিল থেকে কোনো প্রকার ইট ছোঁড়া হয়নি। পাশ থেকে সিপিএম বা তৃণমূল এই কাজ করলেও করতে পারে। এদিন জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, সিভিক ভলেণ্টিয়ার জখম হওয়ার ঘটনায় আলাদাভাবে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হচ্ছে।


About admin

Check Also

Burdwan Little Magazine Fair inaugurated at Burdwan Town Hall on Friday, will continue till November 24

বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *