Breaking News

বিজেপিতে যোগ দিতেই আইনুল হকের বিরুদ্ধে পোষ্টারে ছাইল বর্ধমান

Poster against Ainul Haque. CPI(M) expelled leader Ainul Haque joined the BJP yesterday. Ainul Haque, Former Chairman of Burdwan Municipality

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শনিবারই তিনি কলকাতায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই একদা সিপিআই(এম)-এর বেতাজ বাদশা আইনুল হকের বিরুদ্ধেই শহর জুড়ে ছেয়ে গেল পোষ্টারে। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। গোটা ঘটনাটিকে শাসকদলের চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিজেপির জেলা যুবমোর্চার সভাপতি শ্যামল রায়। পাল্টা আইনুল হকের দাবী একাজ সিপিএমের একাংশের। Poster against Ainul Haque. CPI(M) expelled leader Ainul Haque joined the BJP yesterday. Ainul Haque, Former Chairman of Burdwan Municipality শনিবার কলকাতায় বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন বর্ধমান পুরসভার প্রাক্তন পুরপতি আইনুল হক। আর রবিবার সকাল থেকেই বর্ধমান শহরের কার্জন গেট এলাকায় দেখা গেল তাঁর বিরুদ্ধে পোষ্টার। কোনোটিতে লেখা গণহত্যাকারী আরএসএস হত্যাকারী আইনুল হকের বিজেপিতে কোনো ঠাঁই নেই। আইনুল তুমি শুনে নাওবিজেপি তুমি ভুলে যাও। আবার কোনোটিতে লেখা হার্মাদ আইনুল তুমি শুনে নাও বিজেপি তুমি ভুলে যাও। Poster against Ainul Haque. CPI(M) expelled leader Ainul Haque joined the BJP yesterday. Ainul Haque, Former Chairman of Burdwan Municipality এদিকেএই ঘটনার পরই শহর জুড়ে শুরু হয় ব্যাপক গুঞ্জন। যদিও এ ব্যাপারে শ্যামল রায় জানিয়েছেনএটা সম্পূর্ণভাবেই শাসকদলের চক্রান্ত। আইনুল হক বিজেপিতে যোগ দেওয়ায় তারা ভয় পেয়েই এই কুত্সার রাজনীতি করছে। অন্যদিকেএব্যাপারে খোদ আইনুল হক জানিয়েছেনএই ঘটনায় তিনি নিশ্চিত বিজেপির কেউ জড়িত নয়। এর পিছনে সিপিএমের চক্রান্ত রয়েছে বলে তিনি মনে করছেন। যদিও এর ফলে কোনো লাভই হবে না বিরোধীদের। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস ও সিপিআই(এম) দলের এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। Poster against Ainul Haque. CPI(M) expelled leader Ainul Haque joined the BJP yesterday. Ainul Haque, Former Chairman of Burdwan Municipality Poster against Ainul Haque. CPI(M) expelled leader Ainul Haque joined the BJP yesterday. Ainul Haque, Former Chairman of Burdwan Municipality Poster against Ainul Haque. CPI(M) expelled leader Ainul Haque joined the BJP yesterday. Ainul Haque, Former Chairman of Burdwan MunicipalityPoster against Ainul Haque. CPI(M) expelled leader Ainul Haque joined the BJP yesterday. Ainul Haque, Former Chairman of Burdwan Municipality

 

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *