Breaking News

এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ছাত্র নেতাদের নামে কাটমানির পোষ্টার

Posters in different hostels of Burdwan University - Demanding returning the cut money

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কাটমানি কাণ্ডের ঢেউ এসে এবার লাগল খোদ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেওয়ালে। বৃহস্পতিবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হোষ্টেল ক্যাম্পাস এবং গোলাপবাগ ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে টিএমসিপি কাটমানির টাকা ফেরত দাও-সহ এক প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতার নামেও কাটমানির টাকা ফেরত দেবার পোষ্টার দেওয়া হয়। কে বা কারা এই পোষ্টার লাগিয়েছে তা এখনও পরিষ্কার নয়। বিজেপি এই পোষ্টার লাগানোর বিষয় স্বীকার করেনি। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছেএদিন সকালেই এই পোষ্টারের বিষয়টি জানাজানি হতেই বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের নেতারা ওই সমস্ত পোষ্টারগুলি ছিঁড়ে ফেলেন। পোষ্টারে লেখা ছিল ‘টিএমসিপি কাটমানি ফেরত দাও’। এরই পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন তৃণমূল ছাত্র নেতার নামেও কাটমানির টাকা ফেরত দেবার বিষয়ে পোষ্টার পড়ে। এভাবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও অন্যান্য জায়গায় কে বা কারা এই পোষ্টার লাগালো তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিষেক নন্দী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কারা পোষ্টার লাগিয়েছে তা তাঁরা জানেন না। পরিকল্পিতভাবে তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করার করার চেষ্টা করা হচ্ছ্। Posters in different hostels of Burdwan University - Demanding returning the cut money অন্যদিকে বিজেপির ছাত্র ইউনিট এবিভিপির জেলা সভাপতি অনিরুদ্ধ বিশ্বাস জানিয়েছেনএবিভিপি এই ধরণের কাজ করেনি। তবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে টাকার বিনিময়ে অনেক কিছু ঘটে তা বিশ্ববিদ্যালয়ের অন্দরে কান দিলেই শোনা যায়। প্রকৃত তদন্ত হোক। উঠে আসুক আসল তথ্য। অপরদিকেএদিন তৃণমূল ছাত্র পরিষদের অনেকেই জানিয়েছেনযদি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে যে গ্রিভেন্স সেল গঠন করা হয়েছে সেখানো অভিযোগ জানালেই তো হয়। কেউ কেউ জানিয়েছেনপোষ্টার না লাগিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো উচিত। যদিও সেক্ষেত্রে অনেকেই অভিমত ব্যক্ত করেছেনবিশ্ববিদ্যালয়ে অভিযোগ জানালেও তার প্রতিকার হবার কোনো সম্ভাবনা নেই। কারণ সাম্প্রতিককালে বিশ্ববিদ্যালয়ের অনেক অনিয়ম নিয়ে অভিযোগ জানানো হলেও তার কি ফলাফল তা কর্তৃপক্ষ প্রকাশ্যে নিয়ে আসেনি। 

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *