Breaking News

১৭ জানুয়ারি থেকে বর্ধমানের বাজেপ্রতাপপুরে শুরু হচ্ছে পৌষালী উৎসব

'Poushali Utsav' is starting from January 17 in Bajepratappur of Burdwan Town

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আত্মীয় এবং কাছের মানুষের জন্য অনেক সময়ই মৃতদেহকে সৎকার করতে দেরি করা হয়। আর এর ফলে মৃতদেহে বিকৃতিও ঘটতে শুরু করে। কিন্তু সেভাবে মৃতদেহকে দীর্ঘক্ষণ রাখার মত বেসরকারিভাবে কোনো যন্ত্র ছিল না বর্ধমানে। এবার সেই বিশেষ যন্ত্র আমজনতার জন্য উৎসর্গ করতে চলেছে বর্ধমান শহরের বাজেপ্রতাপপুরের পৌষালী উৎসব কমিটি। আগামী ১৭ থেকে ২১ জানুয়ারি বাজেপ্রতাপপুরের বিধান সংঘ মাঠে ৬ষ্ঠ বছর পৌষালী উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। উৎসব কমিটির সম্পাদক তথা ৪নং ওয়ার্ডের কাউন্সিলার সেখ নুরুল আলম ওরফে সাহেব জানিয়েছেন, তাঁরা লক্ষ্য করেছেন, অনেক সময়ই কেউ মারা গেলে দ্রুততার সঙ্গে তাঁদের দেহ সৎকার করে দিতে হয়। এর ফলে দূর দূরান্ত এলাকায় থাকা তাঁদের নিকট আত্মীয় বা কাছের মানুষরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন না। আফসোস থেকে যায়। এর হাত থেকে বর্ধমান বাসীকে কিছুটা স্বস্তি দিতেই তাঁরা এই বিশেষ শীতাতপ নিয়ন্ত্রণ শবদেহ সংরক্ষণ যন্ত্র মর্চুয়ারী ফ্রিজার বক্স চালু করতে চলেছেন ষষ্ঠ বছর পৌষালী মেলা থেকে। উল্লেখ্য, প্রতিবছরই বর্ধমান শহর ও শহরতলি এলাকায় একাধিক তৃণমূল নেতার উদ্যোগে বিভিন্ন উৎসব-মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু মেলা বা উৎসব কমিটি থেকে উদ্বৃত্ত অর্থ সামাজিক কাজে নিয়োজিত করার ক্ষেত্রে এই মেলা কমিটি রীতিমতো নজীর গড়েছে। গত ৫ বছরে ৩০ জনেও বেশি দুঃস্থ পড়ুয়াকে দত্তক নিয়েছে এই কমিটি। তাদের পড়াশোনার যাবতীয় খরচ তাঁরা বহন করছেন। এছাড়াও স্থানীয় ৪০টি ক্লাবকে খেলার সরঞ্জাম দেওয়া ছাড়াও তাঁরা চালু করেছেন অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্নদের সহায়ক যন্ত্র দেওয়া হয়েছে। আর এবছর তাঁরা চালু করছেন এই বিশেষ যন্ত্র। উল্লেখ্য, এবছর পৌষালী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। ১৮ জানুয়ারি উপস্থিত থাকবেন অভিনেত্রী রুকমা রায়, ইপ্সিতা মুখার্জী, শ্রীতমা ভট্টাচার্য, ১৯ তারিখ অভিনেতা সোহম চক্রবর্তী, ২০ তারিখ অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং ২১ জানুয়ারি উপস্থিত থাকবেন পূজা ব্যানার্জী (বোস)।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *