Breaking News

মূক ও বধির ভোটারদের উত্সাহিত করতে জেলা প্রশাসনের তথ্যচিত্র

Premier Show of a short film on Election. A Short film on voter awareness through Electoral Literacy Club in connection with Parliament General Election 2019. At Sanskriti Metro Cinema Hall. Organized by District Magistrate and District Election Officer

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলায় মূক ও বধির ভোটারদের ভোট দেওয়ার জন্য বুথ পর্যন্ত টেনে আনতে অভিনব উদ্যোগ নিল জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সচিব বাসব দত্ত গুপ্তার তত্ত্বাবধানে মূক ও বধির ভোটারদের জন্য তৈরী করা হল স্বল্পদৈর্ঘ্যের একটি তথ্যচিত্র। রবিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চের মেট্রো প্রেক্ষাগৃহে এই তথ‌্যচিত্রের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষক সি জে প্যাটেল, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অরিন্দম নিয়োগী প্রমুখরা। জেলাশাসক এদিন জানিয়েছেন, এই তথ্যচিত্রকে জেলার বিভিন্ন জায়গায় প্রদর্শন করা হবে। মূক ও বধির ভোটারদের জন্য বিশেষভাবে নির্মিত এই তথ্যচিত্রের মাধ্যমে ভাল ফলাফল আশা করেছেন জেলাশাসক।

Premier Show of a short film on Election. A Short film on voter awareness through Electoral Literacy Club in connection with Parliament General Election 2019. At Sanskriti Metro Cinema Hall. Organized by District Magistrate and District Election Officer Premier Show of a short film on Election. A Short film on voter awareness through Electoral Literacy Club in connection with Parliament General Election 2019. At Sanskriti Metro Cinema Hall. Organized by District Magistrate and District Election Officer

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *