Breaking News

পূর্ব বর্ধমান জেলা পরিষদের বোর্ড গঠন নিয়ে জোর প্রস্তুতি

Preparation of the oath taking ceremony of Purba Bardhaman Zilla Parishad

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা পরিষদে দ্বিতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতার মসনদে বসতে চলেছে। আর তাই যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয়েছে তীব্র প্রস্তুতির কাজ। গোটা জেলা পরিষদের দ্বিতীয় তলের বিশেষত সভাধিপতি এবং সহকারী সভাধিপতির ঘরের আমূল পরিবর্তন করার কাজ চলছে দিনরাত জেগে। সোমবারের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে। তাই চলছে ঝাড়মোছ করা, রং করা, চেয়ার টেবিলের পরিবর্তনের কাজ। জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, মঙ্গলবার দুপুর বারোটায় কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত হবে পূর্ব বর্ধমান জেলা পরিষদের ৫৮জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস সহ আরও দুই মন্ত্রী স্বপন দেবনাথ এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী। মঙ্গলবারই খোলা মঞ্চে নয়া সভাধিপতি এবং সহকারী সভাধিপতির নাম ঘোষণা করা হবে। এখনও পর্যন্ত জানা গেছে, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি হিসাবে দায়িত্বে থাকতে চলেছেন বিদায়ী সভাধিপতি দেবু টুডু। সভাধিপতির আসন মহিলা হিসাবে সংরক্ষিত হওয়ায় ওই পদে কে বসবেন তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই বিস্তর জল্পনা কল্পনা চলছে জেলা জুড়ে। এখনও পর্যন্ত গার্গী নাহা এবং বিদায়ী বোর্ডের সহকারী সভাধিপতি শম্পা ধাড়া এই দুজনের নাম ঘোরাফেরা করছে। যদিও এব্যাপারে কেউই মুখ খুলতে চাননি। অনেকেই আবার মনে করছেন যে সমস্ত নাম ঘোরাফেরা করছে তার বাইরে তৃতীয় কোনো ব্যক্তি এই পদে বসতে পারেন। কারণ সভাধিপতি এবং সহকারী সভাধিপতির নাম খোদ দলনেত্রীর অনুমোদনক্রমেই স্থিরীকৃত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *