বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে পূর্ব বর্ধমান জেলার নির্বাচনী কাজকর্ম সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নিয়ে যাওয়ার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতির কাজ খতিয়ে দেখে গেলেন ভারতের নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের সিইও ড.আরিজ আফতাব। তাঁর সঙ্গে ছিলেন এডিশনাল সিইও ওঙ্কারসিং মীনাও। মঙ্গলবার জেলা প্রশাসনের সঙ্গে এই বৈঠকে হাজির ছিলেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) অরিন্দম নিয়োগী, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় প্রমুখরাও। প্রায় ২ ঘণ্টা বৈঠক শেষে আরিজ আফতাব জানিয়েছেন,যেহেতু সামনেই লোকসভা ভোট তাই ভোটের আগে ভোট সংক্রান্ত সমস্ত বিষয়ই এদিন খতিয়ে দেখা হয়েছে। জেলা প্রশাসন ভোটের জন্য কি কি প্রস্তুতি নিয়েছেন তা জানিয়েছেন। যদিও জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা কিংবা আধা সামরিক বাহিনী কি পরিমাণ থাকবে তা নিয়ে এদিন তিনি জানিয়েছেন, আধা সামরিক বাহিনী কি সংখ্যক থাকবে বা থাকবে কিনা সে ব্যাপারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এখনও এব্যাপারে কিছু জানানো হয়নি। উল্লেখ্য,বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনের পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন জায়গায় রীতিমত উত্তেজনার পারদ চড়েছিল। আর তাই আসন্ন লোকসভা নির্বাচনের আগে সমস্ত পরিস্থিতির বিষয়ে অবহিত হয়ে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। উল্লেখ্য, এদিন জেলার দৃষ্টিহীন ভোটারদের জন্য ভোটার তালিকায় নাম তোলার জন্য, নাম সংশোধন প্রভৃতির জন্য বিশেষ ব্রেইল প্রথায় মুদ্রিত ফর্মের উদ্বোধন করেন আরিজ আফতাব। জেলায় মোট প্রতিবন্ধী ১২ হাজার ৫৬৯জন। তার মধ্যে দৃষ্টিহীন ভোটার রয়েছেন ১৮৯৮ জন, মূক ও বধির ভোটার রয়েছেন ২ হাজার ৫৯৯ জন। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় মোট ভোটারের সংখ্যা ৩৮ লক্ষ ৮০ হাজার ৯০১ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৯ লক্ষ ৮০ হাজার ৭৬৭জন, মহিলা ভোটার রয়েছেন ১৯ লক্ষ ৫৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮০জন। এছাড়াও সার্ভিস ভোটার রয়েছেন ৩ হাজার ১০১ জন। পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান – দুর্গাপুর লোকসভার মধ্যে রয়েছে বর্ধমান উত্তর ও বর্ধমান দক্ষিণ বিধানসভা, মন্তেশ্বর, ভাতার এবং গলসী বিধানসভা। অন্যদিকে, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে রায়না, জামালপুর, মেমারী, কালনা