বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ১১তম ভারত সংস্কৃতি উত্সব। চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। বুধবার ভারত সংস্কৃতি উত্সব কমিটির সম্পাদক প্রসেনজিত পোদ্দার সাংবাদিক বৈঠকে জানান, শুরু থেকে ভারত সংস্কৃতি উত্সব বর্ধমান শহরকে ভিত্তি করে শুরু হলেও গতবছর থেকে উত্সবকে ছড়িয়ে দেওয়া হয়েছে। গতবছর বর্ধমানের পাশাপাশি কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও হয় উত্সবের চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতাগুলি। এবারে উত্সবের উদ্বোধন তথা সূচনা হচ্ছে মধ্যপ্রদেশের ভিলাই-এর নর্মদা নদী তীর থেকে। শেষ হবে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এবারেও আমেরিকা, দুবাই, ইউক্রেন, চীন, হল্যাণ্ড সহ ৮টি দেশের প্রতিযোগিরা অংশ নেবে। মোট ১০ হাজার প্রতিযোগি অংশ নেবে সমগ্র প্রতিযোগিতায়। কেবলমাত্র বর্ধমানে অংশ নেবে ২২০০ প্রতিযোগী। গোটা উত্সবের বাজেট প্রায় ৪০ লক্ষ টাকা। উল্লেখ্য, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারতবর্ষের মূল সংস্কৃতির ধারক ও বাহক সাংস্কৃতিক অনুষ্ঠান, গান প্রভৃতিকে তুলে ধরা এবং সংস্কৃতির আদানপ্রদানের লক্ষ্য নিয়েই শুরু হয়েছে এই ভারত সংস্কৃতি উত্সব।
Tags Bardhaman Bharat Sanskriti Utsav Burdwan East Bardhaman East Burdwan Jharkhand Madhya Pradesh Purba Bardhaman খবর পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর ভারত সংস্কৃতি উত্সব সংবাদ
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …