বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দিকে দিকে তৈরী হচ্ছে নার্সারী স্কুল। কিন্তু সেই সমস্ত স্কুলে যাঁরা শিক্ষক শিক্ষিকা তাঁদের প্রকৃত অর্থেই এ ব্যাপারে প্রশিক্ষিত করার জন্য চালু হল বর্ধমান নার্সারি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমি। এই কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকেই প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা থাকছে। প্রশিক্ষণ শেষে তাঁদের নার্সারি ও কিন্ডার গার্টেন স্কুলগুলিতে চাকরীর সুযোগ রয়েছে বলে সংস্থার পক্ষ থেকে দাবী করা হয়েছে। রবিবার বর্ধমান শহরের চৌধুরী মার্কেটে এই নতুন সেন্টারের কর্নধার তীর্থ দে জানিয়েছেন, তাঁরা দেখেছেন বহু স্কুল চলছে প্রকৃত প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ছাড়াই। অথচ প্রি স্কুল অথবা প্রি প্রাইমারীর শিশুদের বৃদ্ধির সময়ে তাদের শিক্ষা দেবার ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষিত হওয়া অত্যন্ত জরুরী। আর তাই অল ইন্ডিয়া আর্লি চাইল্ড হুড কেয়ার এন্ড এডুকেশন অনুমদিত এই ট্রেনিং সেন্টার করা হয়েছে। তিনি জানিয়েছেন, রাজ্যে অসংখ্য প্লে স্কুল, প্রি প্রাইমারী স্কুল চালু হলেও এখানকার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার মত প্রতিষ্ঠান আমাদের রাজ্যে খুবই কম সংখ্যক রয়েছে। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই দুটি জেলায় এই একাটিই মাত্র প্রশিক্ষণ সেন্টার চালু হল। শনি ও রবিবার সপ্তাহে দুদিন এই প্রশিক্ষণ চলবে। ভবিষ্যতে শিক্ষকতার পেশায় আসতে ইচ্ছুক এবং শিক্ষকতা করছেন উভয় ব্যক্তিরাই এই প্রশিক্ষণ নিতে পারবেন। এক বছরের এই কোর্সের খরচ হবে ২৫০০০ টাকা। প্রশিক্ষণের শেষে তাদের চাকরীর সুযোগ সৃষ্টির চেষ্টাও করা হবে বলে জানিয়েছেন তীর্থবাবু।
Tags Kindergarten Kindergarten School Nursery Nursery School Nursery Teacher Nursery Teacher Training Nursery Teacher Training Academy Pre Primary Pre School Preschool Teacher Teacher Training Teacher Training Academy
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …