Breaking News

অবশেষে হাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র

Primary school teacher post appointment letters have been handed over to job seekers in Purba Bardhaman district.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সুপ্রিম কোর্টের নির্দেশে জটিলতা কাটিয়ে অবশেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের নিয়োগ পত্র দেওয়া শুরু হল পূর্ব বর্ধমান জেলায়। মঙ্গলবার ৯৮ জন চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা মেমারীর বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রীমকোর্টের নির্দেশ মেনে পর্ষদের নির্দেশে প্রাথমিক বিভাগে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলার ৭৫৯ জন চাকরি প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হবে। মঙ্গলবার প্রথম পর্যায়ে ১০০ জন চাকরি প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার জন্য কাউন্সিলিং-এ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কার্যালয়ে ডাকা হয়েছিল। এদিন উপস্থিত চাকরি প্রার্থীদের সমস্ত বিষয় স্কুটিনি করে ৯৮ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে বাকিদেরও নিয়োগপত্র দিয়ে দেওয়া হবে। বুধবার ২৫০ জন চাকরি প্রার্থীকে কাউন্সিলিং-এর জন্য ডাকা হয়েছে। এদিন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) দেবব্রত পাল-সহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। মধুসূদন ভট্টাচার্য জানিয়েছেন, চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে পেরে ভালো লাগছে। তাঁদের চাকরি জীবন ভালোই লাগবে বলে তিনি জানান। অন্যদিকে, ২০১৭ সালে ফর্ম ফিলাপ থেকে শুরু করে ২০২৪ সাল দীর্ঘ প্রায় ৭ বছর ধরে লড়াইয়ের পর নিয়োগপত্র পেয়ে স্বভাবতই খুশি চাকরিপ্রার্থীরা। নদীয়া জেলার চাকরি প্রার্থী শৌনক কুমার চন্দ্র জানিয়েছেন, ২০১৭ সালে ফর্ম পূরণ করার পর ২০২১ সালে পরীক্ষা হয়, ২০২২ সালে রেজাল্ট প্রকাশ হয়। এরপর ২০২৩ সালে ইন্টারভিউ হয়। দীর্ঘ লড়াই শেষে ২০২৪ সালে নিয়োগ হচ্ছে। তিনি জানিয়েছেন, দীর্ঘ লড়াই শেষে এই নিয়োগপত্র পেয়ে তাঁরা খুশী। শ্যামসুন্দরের বাসিন্দা অন্তরা দত্ত জানিয়েছেন, খুবই ভালো লাগছে। অনেক দিনের লড়াই। যোগ্য হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় দুঃখের মধ্যে ছিলাম। আজ খুবই আনন্দ হচ্ছে। Primary school teacher post appointment letters have been handed over to job seekers in Purba Bardhaman district.

About admin

Check Also

Burdwan Little Magazine Fair inaugurated at Burdwan Town Hall on Friday, will continue till November 24

বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *