Breaking News

শুক্রবার বর্ধমানের সাই কমপ্লেক্সে নির্বাচনী জনসভায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Prime Minister Narendra Modi is coming to an election rally at Sai Complex in Burdwan on Friday

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বর্ধমানে তালিতের কাছে সাই কমপ্লেক্সের মাঠে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে মোদির এই সভাকে ঘিরে রীতিমতো সাজো সাজো রব চারিদিকে। বিজেপি সূত্রে খবর, মোদির এই সভা লক্ষাধিক মানুষের সমাগম হবে। সকাল ১০ টা নাগাদ মোদির এই সভায় আসার কথা রয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে। বিজেপি সূত্রে জানা গেছে, এই সভায় কেবলমাত্র বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীই নয়, বর্ধমান পূর্বের প্রার্থী অসীম সরকার ছাড়াও বীরভূমের প্রার্থীরাও হাজির থাকতে পারেন। হাজির থাকতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বৃহস্পতিবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জানিয়েছেন, মাঠ ভরে যাবে, লক্ষাধিক লোক হবে। Prime Minister Narendra Modi is coming to an election rally at Sai Complex in Burdwan on Friday উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সাই কম‌প্লেক্সের এই মাঠকে ব্যবহার না করা সাই ক্যাম্প বন্ধ হয়ে রয়েছে অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এই সাই কমপ্লেক্স বন্ধ থাকা নিয়ে এদিন দিলীপবাবু বলেন, তিন মাস ধরে বন্ধ ছিল। আমি কমপক্ষে দেখব এখানে যাতে সাইটাকে রিভাইভ করা যায়, যাতে উন্নতি হয়। এইসব ব্যাপারে রাজ্য সরকারের কোনো আগ্রহ নেই, তাদের বলা উচিত। খেলাধুলা তো এ রাজ্যের ছেলেমেয়েরা করবে, কিন্তু রাজ্য সরকার কখনোই এসব বলে না। বিজেপি সূত্রে জানা গেছে, গোটা পূর্ব বর্ধমান জেলা থেকেই বিজেপি সমর্থকরা হাজির হবেন। রাজ্যে মোদির ৪টি সভা রয়েছে। প্রথম সভাই বর্ধমানে। এদিকে, মোদির এই সভাস্থলের প্রস্তুতি নিয়ে বিজেপি মহলেই তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্যাণ্ডেলের কাজ সম্পূর্ণ না হওয়ায় কার্যত প্রশ্নের মুখে পড়েছে জেলা বিজেপির নেতৃত্বরা। যুদ্ধকালীন তৎপরতায় প্যাণ্ডেলের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, মোদি ৪০ মিনিট ভাষণ দেবেন। বিজেপির জেলা যুব নেতা সুধীররঞ্জন সাউ জানিয়েছেন, মোদির ভাষণ শোনার জন্য মুখিয়ে রয়েছে গোটা জেলা। তিনি কি বক্তব্য রাখেন তার দিকেই তাকিয়ে রয়েছেন জেলার বিজেপি কর্মীরা।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *