Breaking News

ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতির অপসারণের দাবীতে বিক্ষোভ জেলা পার্টি অফিসের সামনে

Protest in front of BJP district party office demanding removal of Bharatiya Janata Yuva Morcha Burdwan organizing district president

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি পিণ্টু সামের দাদা ও বৌদির স্কুল শিক্ষকের বাতিল তালিকায় নাম থাকা নিয়ে বিজেপির অন্দরে গোলমাল আরও বাড়ল। শনিবার দুপুর থেকে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা অফিসের সামনে পিণ্টু সামের অপসারণের দাবীতে বিক্ষোভ দেখান যুবমোর্চার সদস্যরা। উল্লেখ্য, শিক্ষক পদে চাকরী নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে যুব মোর্চার জেলা সভাপতি পিণ্টু সামের দাদা সৌরভ সামের বিরুদ্ধে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকাতেই ১৮নং-এ নাম রয়েছে সৌরভ সামের। তিনি ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি পিণ্টু সামের দাদা। এই ঘটনায় গোটা শহর জুড়েই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ইতিমধ্যেই বিজেপির এক যুব কর্মকর্তা রোহন সাঁই এই ঘটনায় পদত্যাগপত্রও পাঠিয়েছেন। তারপরই শনিবার বিজেপির জেলা অফিসের সামনে পিণ্টু ওরফে পূরব সামের পদত্যাগের দাবীতে এই বিক্ষোভ দেখানোয় চাঞ্চল্য দেখা দেয়। বিক্ষোভকারী ইন্দ্রনীল গোস্বামী, রোহন সাঁই প্রমুখরা জানিয়েছেন, ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি পিন্টু সামের বিরুদ্ধে একাধিক নানান অভিযোগ রয়েছে। এরই সঙ্গে তাঁর দাদা ও বৌদি তৃণমূল নেতাদের ঘুষ দিয়ে চাকরী পেয়েছেন বলে সম্প্রতি জানা গেছে। ফলে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই অবিলম্বে পিন্টু সামের অপসারণের দাবী জানাচ্ছেন তাঁরা। যদিও এ ব্যাপারে পিন্টু সামের কোনো বক্তব্য পাওয়া যায়নি। Protest in front of BJP district party office demanding removal of Bharatiya Janata Yuva Morcha Burdwan organizing district president

 


 

'Nilpur Yuva Utsav' will be held in Burdwan from 8th to 12th January. In the festival there is a 'Bahare Ahare Food Festival'. 'Nilpur Yuva Utsav' will be held in Burdwan from 8th to 12th January. In the festival there is a 'Bahare Ahare Food Festival'.

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *