বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি পিণ্টু সামের দাদা ও বৌদির স্কুল শিক্ষকের বাতিল তালিকায় নাম থাকা নিয়ে বিজেপির অন্দরে গোলমাল আরও বাড়ল। শনিবার দুপুর থেকে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা অফিসের সামনে পিণ্টু সামের অপসারণের দাবীতে বিক্ষোভ দেখান যুবমোর্চার সদস্যরা। উল্লেখ্য, শিক্ষক পদে চাকরী নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে যুব মোর্চার জেলা সভাপতি পিণ্টু সামের দাদা সৌরভ সামের বিরুদ্ধে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকাতেই ১৮নং-এ নাম রয়েছে সৌরভ সামের। তিনি ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি পিণ্টু সামের দাদা। এই ঘটনায় গোটা শহর জুড়েই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ইতিমধ্যেই বিজেপির এক যুব কর্মকর্তা রোহন সাঁই এই ঘটনায় পদত্যাগপত্রও পাঠিয়েছেন। তারপরই শনিবার বিজেপির জেলা অফিসের সামনে পিণ্টু ওরফে পূরব সামের পদত্যাগের দাবীতে এই বিক্ষোভ দেখানোয় চাঞ্চল্য দেখা দেয়। বিক্ষোভকারী ইন্দ্রনীল গোস্বামী, রোহন সাঁই প্রমুখরা জানিয়েছেন, ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি পিন্টু সামের বিরুদ্ধে একাধিক নানান অভিযোগ রয়েছে। এরই সঙ্গে তাঁর দাদা ও বৌদি তৃণমূল নেতাদের ঘুষ দিয়ে চাকরী পেয়েছেন বলে সম্প্রতি জানা গেছে। ফলে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই অবিলম্বে পিন্টু সামের অপসারণের দাবী জানাচ্ছেন তাঁরা। যদিও এ ব্যাপারে পিন্টু সামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।