বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে গোটা রাজ্যের পাশাপাশি বুধবার দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা জুড়েও পালিত হল বিক্ষোভ, ধিক্কার মিছিল। এদিন বর্ধমান শহরের কার্জন গেট এলাকায় এসইউসিআই (সি) এবং সিপিআই(এম)-এর পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে ধিক্কার কর্মসূচী পালিত হয়। মেমারিতে সিপিআই(এম) প্রতিবাদ মিছিল করে। এরই পাশাপাশি এদিন এসএফআই এর ১ ও ২ নং লোকাল কমিটির উদ্যোগে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় থাকা মনীষীদের মূর্তি পরিষ্কার করে তাতে মাল্যদান সহ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় ধিক্কার জানিয়ে কর্মসূচী পালিত হয়। বর্ধমান শহরের বীরহাটায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অমিত শাহের কুশপুতুল দাহ করে ধিক্কার মিছিল পালিত হয়। কালনা ও পূর্বস্থলী কলেজে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ প্রতিভাদ সভা করে। এরই পাশাপাশি সোস্যালিষ্ট ফ্রণ্টের উদ্যোগে কার্জন গেট এলাকায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। সোস্যালিষ্ট ফ্রণ্টের নেতা কানাইলাল বিশ্বাস জানিয়েছেন, সমস্ত শ্রেণীর মানুষেরই উচিত এই প্রতিবাদে সামিল না হওয়া। প্রতিবাদ না করা মানে এই দুষ্কৃতিদের প্রশ্রয় দেওয়া।