বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এনসিটিই-র নির্দেশিকা অনুসারে প্রাথমিক স্কুলের শিক্ষকদের উচ্চবেতন স্কেল দেবার দাবীতে বৃহস্পতিবার প্রায় হাজার চারেক শিক্ষক মিছিল করলেন বর্ধমান শহরের রাস্তায়। উস্থি ইউনাইটেড প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধমান জেলা শাখার উদ্যোগে এদিন বর্ধমান টাউন হল থেকে মিছিল করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের বর্ধমান জেলা সভাপতি সেখ ইনামুল হক জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা এনসিটিই অনুমোদিত হওয়া সত্ত্বেও তাঁরা দীর্ঘদিন ধরেই উচ্চ বেতন স্কেল থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। এব্যাপারে তাঁরা রাজ্য সরকারেরও দৃষ্টি আকর্ষণ করেছেন। আগামীদিনে এই দাবীতে গোটা রাজ্য জুড়েই তাঁরা আন্দোলনে নামতে চলেছেন।
Tags Bardhaman Burdwan East Bardhaman East Burdwan Primary Primary Teacher Protest Purba Bardhaman Purba Burdwan Rally Teachers Usthi পূর্ব বর্ধমান বর্ধমান শিক্ষক
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …