Breaking News

আরজি কর কাণ্ডে বর্ধমানে প্রতিবাদ অব্যাহত, পথে নামলো একাধিক সংস্থা

Protests continue in Burdwan on the RG Kar case, many organizations came in the way

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর জি কর কাণ্ড নিয়ে শুক্রবারও বর্ধমানে প্রতিবাদ, মিছিল অব্যাহত থাকলো। এদিন বর্ধমানের কার্জন গেটের সামনে প্রতিবাদ মিছিল করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবং বর্ধমানের দুটি বেসরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। অন্যদিকে, গোটা রাজ্যের সঙ্গে এদিন বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে বর্ধমান থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। Protests continue in Burdwan on the RG Kar case, many organizations came in the way এদিন বর্ধমানের কার্জন গেটের সামনে বর্ধমান শিল্পী ঐক্য মঞ্চের পক্ষ থেকে গান, কবিতা, পথনাটিকা এবং ক্যানভাসে ছবি আঁকার মধ্যে দিয়ে শিল্পীরা প্রতিবাদ জানান। ঐক্য মঞ্চের সদস্য আসিক আলম জানিয়েছেন, এখানে যে ক্যানভাসে ছবি আঁকা হল সেগুলি এদিন কয়েকজন প্রতিনিধি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হাতে তুলে দিয়ে তাঁদের আন্দোলনে সংহতি জানাবেন। অন্যদিকে, এদিন বর্ধমানের পুলিশ লাইন থেকে সেন্ট ভিনসেন্টস অ্যাকাডেমি এবং সেন্ট পলস অ্যাকাডেমির শিক্ষক ও শিক্ষাকর্মীরা প্রতিবাদ মিছিল করে কার্জনগেট পর্যন্ত আসেন। Protests continue in Burdwan on the RG Kar case, many organizations came in the way এরই পাশাপাশি গোটা রাজ্য জুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে এদিন কার্জন গেটে বিজেপি কর্মী, নেতারা সমবেত হয়ে মিছিল করে বর্ধমান থানা ঘেরাও করতে যান। বিজেপিকে আটকাতে এদিন থানার সামনে পুলিশ ব্যারিকেড করলে বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড হঠানোর চেষ্টা করেন। এছাড়াও এদিন বর্ধমান ডিসট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ দি ডেফ ও বর্ধমান অ্যাসোসিয়েশন অফ দি ডেফ-এর পক্ষ থেকেও কোর্ট কম্পাউন্ডে প্রতিবাদ জানান হয়। Protests continue in Burdwan on the RG Kar case, many organizations came in the way

Protests continue in Burdwan on the RG Kar case, many organizations came in the way

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *