Breaking News

আলু চাষীদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

Protests demanding compensation for potato farmers

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান ২ ব্লকের বড়শুল ২ নং পঞ্চায়েত এলাকায় আলু চাষীরা নামমাত্র ক্ষতিপূরণ পেয়েছেন -এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো কৃষি ও কৃষক বাঁচাও কমিটি। আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রথমে ১৪ শতাংশ এবং এরপর আন্দোলনের জেরে সম্প্রতি পুনর্বিবেচনা করে তা বেড়ে হয়েছে ৩৭ শতাংশ। চাষীরা অভিযোগ করেছেন, অতিবৃষ্টিতে এই পঞ্চায়েত এলাকায় প্রায় একশ শতাংশ আলু চাষে ক্ষতি হয়েছে। তারপর দুবার করে চাষ করতে হয়েছে। পরবর্তীকাল নাবি ধসা ও শোষক পোকার আক্রমণে আলুর ফলনে ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু বিমা কোম্পানি ও প্রশাসন নামমাত্র বিমার টাকা ঘোষণা করে তাঁদের বঞ্চিত করেছেন। তাই ক্ষতিগ্রস্ত আলু চাষীদের ১০০ শতাংশ বিমার টাকা প্রদানের দাবিতে বৃহস্পতিবার কৃষি ও কৃষক বাঁচাও কমিটির বর্ধমান-২ ব্লক শাখার পক্ষ থেকে বর্ধমান ২ ব্লকের সহ-কৃষি অধিকর্তা ও বিডিও-কে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন দেওয়া হয়। এর পাশাপাশি কৃষি ঋণ মকুব, কৃষিতে ব্যবহৃত বিদ্যুৎ বিনা পয়সায় দিতে হবে, সারের কালোবাজারি রোধ-সহ কৃষি সংক্রান্ত বিভিন্ন দাবি জানানো হয়। জেলা সম্পাদক অনিরুদ্ধ কুন্ডু জানিয়েছেন, তাঁদের দাবি না মানা হলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা। এব্যাপারে আগামী ২৩ সেপ্টেম্বর দিল্লীতে মহা পঞ্চয়েত কর্মসূচিতে কমিটির প্রতিনিধিরাও যোগদান করবেন বলে তিনি জানিয়েছেন। অন্যান্যদের মধ্যে এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সভাপতি দনা গোস্বামী, উৎপল রায় প্রমুখ নেতৃত্ব।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *