বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান টাউন হলে প্রকাশ্য সমাবেশের মাধ্যমে শুরু হল সিআইটিইউ-র পূর্ব বর্ধমান জেলা সম্মেলন। অবিভক্ত বর্ধমান জেলা হিসাবে এটি দশম সম্মেলন হলেও জেলা ভাগের পর পূর্ব বর্ধমান জেলা সিটুর এটা প্রথম সম্মেলন। সম্মেলন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। বুধবার প্রকাশ্য সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি অঞ্জন চ্যাটার্জী। বক্তব্য রাখেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন, রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি এবং জেলার সাধারণ সম্পাদক সুকান্ত কোঁঙার। প্রকাশ্য সমাবেশে প্রত্যেক বক্তাই বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার দিকে থেকে মানুষের মনোযোগ দূরে সরিয়ে রাখতেই পরিকল্পিত ভাবেই রাম মন্দির, ধর্ম, পাকিস্তান, কাশ্মীরের মত ইস্যুকে জাগিয়ে রাখা হচ্ছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন বলেন, বামেদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নেওয়ার দায় আমাদের। আমরা মানুষের থেকে দূরে সরে গিয়েছিলাম। এই নিয়ে আমাদের সর্বভারতীয় স্তরে আলোচনা হয়েছে। কিন্তু এই সম্মেলনের আয়োজন করতে গিয়ে যে ভাবে গ্রামেগঞ্জে মানুষের কাছে যাওয়া হয়েছে ঠিক এই ভাবেই আমাদের জনসংযোগ বাড়াতে হবে বলে মন্তব্য করেন সিটুর সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন।
Tags Centre of Indian Trade Unions CITU
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …