Breaking News

ব্যাংকিং ফ্রড তথা সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা গড়তে এগিয়ে এল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়ন

Punjab National Bank Sramik Union has started creating awareness about banking fraud and cybercrime

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দেশ জুড়ে প্রতিদিন সাইবার ক্রাইমের সংখ্যা বাড়তে থাকায় এবার জনসচেতনতার কাজে নেমে পড়ল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়ন। রবিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে এই বিষয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে সাংবাদিক বৈঠকেও এব্যাপারে সকলকে সচেতন থাকার বার্তা দিলেন ওই ইউনিয়নের কর্তারা। সাংবাদিক বৈঠকে সাইবার ক্রাইম তথা ব্যাংকিং ফ্রড নিয়ে রীতিমতো গবেষণা করা বিটপী ঘোষ জানিয়েছেন, ব্যাংক থেকে ব্যাংকে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে যদি গ্রাহক ঘণ্টাখানেকের মধ্যে দ্রুত ব্যবস্থা নিতে পারেন তাহলে সেই টাকা কিছুটা হলেও ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ওটিপি-সহ ব্যাংক ডিটেইলস যদি অপরাধীরা জেনে যান তাহলে তাঁদের কিছুই করণীয় থাকে না। এদিন সাংবাদিক বৈঠকে এই সংগঠনের যুগ্ম সম্পাদক রাতুল চ্যাটার্জী, সাধারণ সম্পাদক শুভংকর ঘোষ, সহ-সভাপতি অবনীন্দ্র চ্যাটার্জী প্রমুখরা এদিন সাফ জানিয়েছেন, কোনো ব্যাংক কখনই গ্রাহকদের কাছ থেকে ফোনে কোনো তথ্য চায়না। ফলে যখনই কোনো ফোন গ্রাহকের কাছে যায় ব্যাংকের নাম করে তখনই তাঁদের সতর্ক হওয়া উচিত। একইসঙ্গে এদিন এই নেতৃত্বরা জানিয়েছেন, ক্রমশই অপরাধীরা তাদের অপরাধের ধরণ বদলাচ্ছে। অপরাধীরা বিভিন্ন বিষয় নিয়ে গ্রাহকদের ফোন করছে, ই-মেইল পাঠাচ্ছে। ফলে গ্রাহকদেরও এব্যাপারে সতর্ক হতে হবে। বিটপী ঘোষ জানিয়েছেন, এই ধরনের সাইবার ক্রাইম নিয়ে প্রতিদিনই রূপ বদলাচ্ছে অপরাধীরা। এখনও পর্যন্ত তাঁরা যে যে ধরনের অপরাধ সম্পর্কে জানতে পারছেন তা নিয়েই তাঁরা এই ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট রিল বা তথ্যচিত্র তৈরি করে তা ছড়িয়ে দেবার পরিকল্পনা নিয়েছেন। যেহেতু মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত তাই এই মাধ্যমকে ব্যবহার করে তাঁরা জনসচেতনতা গড়ে তুলতে চাইছেন। Punjab National Bank Sramik Union has started creating awareness about banking fraud and cybercrime

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *