Breaking News

কৃষকদের ক্ষতিপূরণের দাবীতে কৃষকসভার বিক্ষোভ

Purba Bardhaman District Krishak Sabha protests program for various demands

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চলতি মরশুমে আলুর দাম নাপাওয়া এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পূর্ব বর্ধমান জেলায় ৩জন চাষী আত্মঘাতি হয়েছেন। ভোটের রাজনীতিতে সব মুখর থাকায় চাষীদের অবস্থা ক্রমশই করুণ হয়ে উঠছে। সরকারীভাবে আলু কিনে চাষীদের সমস্যা মেটানোর উদ্যোগ নিলেও ভোটের কারণে তা শুরুই হয়নি। এই অবস্থায় চাষীদের আলুর বস্তা পিছু সাড়ে তিনশো টাকা প্রদানের দাবী পিঁয়াজ এবং শাকসব্জীর প্রাকৃতিক দুর্যোগ জনিত ক্ষতিপূরণ প্রদানের দাবীতে সোমবার বর্ধমানের কার্জন গেটে বিক্ষোভ দেখালে সিপিএমের কৃষকসভা। এদিন কার্জন গেটের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য অমল হালদারজেলা কমিটির সদস্য উদয় সরকারগণেশ চৌধুরীসৈয়দ হোসেন প্রমুখরাও। কার্জন গেটের সামনে এদিন আলু ঢেলে বিক্ষোভও দেখান তাঁরা। Purba Bardhaman District Krishak Sabha protests program for various demands

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *