Breaking News

পূর্ব বর্ধমানের জেলাশাসক পরিবর্তন, রদবদল আরও কয়েকজন প্রশাসনিক আধিকারিক

Purba Bardhaman district magistrate change

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- লোকসভা ভোটের বাদ্যি বাজতে না বাজতেই একধার থেকে পূর্ব বর্ধমান জেলায় পুলিশের রদবদলের সঙ্গে এবার বদলানো হল জেলাশাসককে। বুধবার পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজিকে সরিয়ে সেখানে বীরভূমের জেলাশাসক বিধানচন্দ্র রায়কে নিয়ে আসার বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। পূর্ণেন্দু মাজিকে পাঠানো হচ্ছে বীরভূমের জেলাশাসক করে। উল্লেখ্য, সম্প্রতি গোটা জেলা জুড়ে পুলিশ দপ্তরে ব্যাপক পরিবর্তন ঘটানো হয়েছে। প্রায় সমস্ত থানার আইসি ও ওসিদের বদল ঘটানো হয়েছে। আর এরপরেই জেলাশাসক পদে রদবদল ঘটানো হল। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই পূর্ব বর্ধমানের জেলাশাসক পদে পূর্ণেন্দু মাজি আসীন হন। একই সাথে এদিন জেলার একাধিক আধিকারিকেরও বদলি নির্দেশ জারি হয়েছে। বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক পদে আসছেন বুদ্ধদেব পান। তিনি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক-এর এসডিও পদে রয়েছেন। বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মণ্ডলকে বদলি করা হলো পূর্ব বর্ধমান জেলারই বিসিডব্লিউ অ্যান্ড টিডি-র পিও কাম ডিডব্লিউও পদে। বর্ধমান ১ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্যকে বদলি করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের বি ডি ও পদে। বর্ধমান ১ ব্লকের বিডিও পদে আসছেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের বর্তমান বিডিও রজনিশ কুমার যাদব। পূর্ব বর্ধমান জেলা ডিআরডিসি-র প্রজেক্ট ডিরেক্টর পদে আসছেন দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদের বর্তমান সেক্রেটারি অভিজিৎ কুমার ঘোষ। এছাড়াও এদিন রাজ্যের অন্যান্য জায়গার সাথে পূর্ব বর্ধমান জেলার একাধিক প্রশাসনিক পদে রদবদলের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *