Breaking News

মোদী-মমতার সম্পর্ক ৫০-৫০ বিস্কুটের মতো – মহম্মদ সেলিম

Purba Bardhaman District rally of the CPI(M) Party. Md Salim, Politburo Member, CPI(M)

বর্ধমান (পূর্ব বর্ধমান):- মোদী-মমতার সম্পর্ক ৫০-৫০ বিস্কুটের মতো। মমতার আমলেই ধর্মের বিভাজনের বাড়বাড়ন্ত ঘটেছে। মমতার প্রশ্রয়েই বিজেপি বাঙালীদের অপমান করার সাহস দেখাচ্ছে বলে মঙ্গলবার অভিযোগ করলেন সিপিআই(এম)-এর প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। Purba Bardhaman District rally of the CPI(M) Party. Md Salim, Politburo Member, CPI(M) সকলের জন্য শিক্ষা, বেকারদের কর্মসংস্থান, অধিগৃহিত জমিতে শিল্পস্থাপন-সহ একাধিক দাবিতে পূর্ব বর্ধমান জেলা সিপিআইএমের পক্ষ থেকে এদিন বর্ধমানের কার্জনগেট চত্বরে ডাকা সভায় মূল বক্তা ছিলেন মহম্মদ সেলিম। যথারীতি গ্রাম গঞ্জ থেকে বাম সমর্থকরা হাজির হতেও শুরু করেন। কিন্তু শুরু হয় একনাগাড়ে বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করেই দলীয় সমর্থকরা সভাস্থলে পৌঁছালেও অনেকেই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেননি। Purba Bardhaman District rally of the CPI(M) Party. Md Salim, Politburo Member, CPI(M) অন্যদিকে, প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই এনআরসি নিয়ে তোপ দাগেন সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। তিনি বলেন, এনআরসি আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মুখে এনআরসি বিরোধিতা করলেও তিনি সংঘ পরিবার ও বিজেপির মদতকারী। সংঘের মতোই মমতা পশ্চিমবাংলায় ধর্মের তাস খেলছেন।

Purba Bardhaman District rally of the CPI(M) Party. Md Salim, Politburo Member, CPI(M)

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *