Breaking News

তৃণমূলে কোনো দ্বন্দ্ব নেই – চন্দ্রিমা ভট্টাচার্য

Purba Burdwan District Trinamool Mahila Congress organized an 'Organized Swearing' event at Burdwan Sanskriti Lok Mancha

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- তৃণমূলে কোনো দ্বন্দ্ব নেই। নবীন প্রবীণ বিতর্ক আপনাদের তৈরি (সংবাদ মাধ্যমের)। এনিয়ে আপনাদের ভাবনার কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলার বলেছেন, মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে সংঘবদ্ধ শপথ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শিখা সেনগুপ্ত এই সভার ডাক দেন। দীর্ঘদিন পর সংস্কৃতি লোকমঞ্চ উপচে পড়ল মহিলাদের উপস্থিতিতে। Purba Burdwan District Trinamool Mahila Congress organized an 'Organized Swearing' event at Burdwan Sanskriti Lok Mancha এদিন এই সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তথা রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়ে প্রচারে নামার ডাক দেন চন্দ্রিমা। কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনার পাশাপাশি এদিন রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি নিয়ে তিনি বক্তব্য রাখেন। পরে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী অভিষেকের সম্পত্তি সংক্রান্ত যে মন্তব্য করেছেন সেই সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চন্দ্রিমা জানিয়েছেন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী যা বলেছেন তা তিনি বলতে পারেন কিনা তা তাঁর ভেবে দেখা দরকার। কারণ তাঁর বিচারাধীন বিষয় নয় এমন বিষয় সম্পর্কে তিনি মন্তব্য করেছেন। সন্দেশখালির ঘটনায় মহিলাদের সামনে রেখে প্রতিরোধ করা প্রসঙ্গে চন্দ্রিমা জানিয়েছেন, কেউ মহিলাদের সামনে এগিয়ে দেয়নি। এই প্রশ্ন করাও ঠিক নয়। মহিলারা নিজেরাই গিয়েছিলেন। Purba Burdwan District Trinamool Mahila Congress organized an 'Organized Swearing' event at Burdwan Sanskriti Lok Mancha অপরদিকে, এদিন এই সভায় বক্তব্য রাখতে গিয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা সরাসরি তৃণমূল কংগ্রেসের পুরুষদের উদ্দেশ্যে বলেন, ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় কমিটি গড়তে গিয়ে কেবল মহিলাদের নাম রাখলেই হবে না। মহিলাদের যোগ্য সম্মান দিয়ে তাঁদের অংশ নেওয়া নিশ্চিত করতে হবে। কারণ মহিলারাই পারেন বাড়ির অন্দরে ঢুকে মহিলাদের বোঝাতে। উল্লেখ্য, এই সভায় বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক খোকন দাসের অনুপস্থিতি নিয়ে এদিন কর্মী মহলে চর্চা শুরু হয়। অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মেমারীর বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মঙ্গলকোটের বিধায়ক তথা দলের চেয়ারম্যান অপূর্ব চৌধুরি, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভানেত্রী স্মিতা বক্সী, পশ্চিমবঙ্গ আদিবাসী সেলের সভাপতি দেবু টুডু, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ত তা, প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা, প্রাক্তন বিধায়ক নার্গিস বেগম, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার প্রমুখরাও।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *