বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রামনবমী নিয়ে গোটা রাজ্য জুড়েই যখন তৃণমূল বিজেপির মধ্যে রীতিমত তরজা লড়াই শুরু হয়েছে, সেই সময় বর্ধমান শহর এবং কার্যত বর্ধমান জেলা জুড়েই পালিত হল অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল। কোথাও কোনো অপ্রীতিকর অবস্থার খবর না মিললেও কার্যত পুলিশের সামনেই এদিন অস্ত্রের ঝনঝনানি দেখা গেল রাজপথে। শনিবার বিকাল থেকেই বর্ধমান শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলগুলি এসে জড়ো হয় কার্জন গেটে। সেখানে চলে অস্ত্রের মহড়াও। দীর্ঘদিন পর এদিন বর্ধমানবাসী দেখলেন ৭ ফুট পর্যন্ত লম্বা তরবারি। সাধারণত মহরমের দিন যে সমস্ত তাজিয়া বার হয়, সেখানেই এই ধরণের অস্ত্রের সম্ভারের দেখা মেলে। কার্যত দীর্ঘদিন পর রামনবমীর মিছিল থেকে এদিন শয়ে শয়ে তরোয়ারীর মিছিল দেখা গেল শহরের বিভিন্ন রাস্তায়। গোটা রাজ্য জুড়ে যখন রামনবমী নিয়ে তরজা, অস্ত্র নিয়ে মিছিলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, পাল্টা বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারী নিয়ে বাকযুদ্ধ জমে উঠেছে সেই সময় বর্ধমান শহরে পুলিশের সামনেই চলল অস্ত্রের প্রদর্শন। শনিবার বিকাল থেকেই বর্ধমান শহর সহ আশপাশের বিভিন্ন অঞ্চলেও এদিন বিনা বাধাতেই অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করলেন আখড়ার সদস্যরা। রীতিমত নজর কেড়েই এদিন বর্ধমান শহরে শিশুদের হাতেও দেখা মিলল অস্ত্রের। তলোয়ার, সহ টাঙি, ত্রিশূল এমনকি নকল বন্দুক নিয়েও মিছিল করলেন রামনবমীর সমর্থকরা।
Tags arms Arms procession Arms Rally Burdwan Fake Firearms Festival Firearms Hindu Hindu festival India Purba Bardhaman Ram Navami Ram Navami rally Rama Sharp Weapons Weapons Weapons procession West Bengal
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …