Breaking News

জেলা জুড়ে ‘রাম উন্মাদনা’ তুঙ্গে

'Ram sentiment' is at its peak across the district

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অযোধ্যার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন নিয়ে যখন গোটা দেশ উত্তাল, সেই সময় গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়েও জায়গায় জায়গায় হনুমান ও রামমন্দিরগুলিতে অনুষ্ঠিত হল পুজো অর্চনা। রামভক্তদের উদ্যোগে সোমবার সকাল থেকেই নানান অনুষ্ঠানের আয়োজন, প্রসাদ বিতরণ, হনুমান চালিশা পাঠের আয়োজন করা হয়। সকাল থেকেই এদিন মন্দিরে মন্দিরে ভক্তরা লাইন দিয়ে পুজো দেন। এদিন মেমারী ২ ব্লকের সাতগেছিয়া মনসাতলায় সনাতন ধর্ম অবলম্বনকারী ভক্তদের উদ্যোগে রামচন্দ্রের বিশেষ পূজো, হোম যজ্ঞ, হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। সাতগেছিয়া মনসাতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মেমারি মালডাঙ্গা রোড ও বর্ধমান কালনা রোড পরিক্রমা করে। এরই পাশাপাশি মেমারি শহরের চকদিঘী মোড়েও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 'Ram sentiment' is at its peak across the district একইসঙ্গে এদিন বর্ধমান ১ ব্লকের স্বস্তিপল্লী মাঠ সংলগ্ন বজরংবলী মন্দির প্রাঙ্গনে অযোধ্যার রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা-সহ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের জেলা নেতৃত্বরা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা, বিজেপি নেত্রী মৌমিতা বিশ্বাস-সহ অনান্যরা। অন্যদিকে, বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ জোড়া মন্দির এলাকায় রামমন্দিরে পুজো অনুষ্ঠিত হয়। এরইসঙ্গে পূর্ব বর্ধমান জেলা আদালত চত্বরে কিছু আইনজীবীর উদ্যোগে রাম, লক্ষ্ণণ ও সীতার পুজো করা হয়। এছাড়াও এদিন, অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে খন্ডঘোষ খন্ডের মেটেডাঙ্গা থেকে কেলেটি নাড়িচা বিনোদ রায়ের মন্দির হয়ে কামালপুর পঞ্চানন আশ্রম পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। উপস্থিত ছিলেন খন্ডঘোষ খন্ডের শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র কমিটির প্রমুখ তথা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র ও উক্ত শোভাযাত্রার প্রমুখ সুভাশিষ ব্যানার্জী-সহ অন্যান্যরা। 'Ram sentiment' is at its peak across the district

'Ram sentiment' is at its peak across the district

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *