বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কেন্দ্র সরকারের ২০ শতাংশ ডিউটি বৃদ্ধির জেরে পূর্ব বর্ধমান থেকে বিদেশে গোবিন্দভোগ চালের রপ্তানি কার্যত বন্ধের মুখে বলে জানালেন বর্ধমান জেলা রাইস মিল এ্যাসোসিয়েশনের কার্য্যকরী সভাপতি আব্দুল মালেক। আগামী ২৫ নভেম্বর থেকে ২৭ নভেম্বর বর্ধমান শহরের কল্পতরু মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ২৪ তম রাইস প্রো-টেক এক্সপো ২০২২। মঙ্গলবার এই মেলার আয়োজক বর্ধমান জেলা রাইস মিল এ্যাসোসিয়েশনের উদ্যোগে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করবেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। মেলার সমাপ্তি দিনে উপস্থিত থাকতে পারেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। সংগঠনের জেলা কার্য্যকরী সভাপতি তথা মেলা কমিটির চেয়ারম্যান আব্দুল মালেক জানিয়েছেন, এই মেলায় ভারত-সহ বিদেশী বিভিন্ন মেশিন উত্পাদনকারী মোট ১৭০টি সংস্থা উপস্থিত হচ্ছে। এছাড়াও আসছে আমেরিকা, টার্কি, চিন, স্পেন, জাপন এবং ইংল্যাণ্ডের বেশ কয়েকটি কোম্পানীও। গড়ে প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষের সমাগম হবে এই মেলায় বলে তাঁরা আশাবাদী। আব্দুল মালেক জানিয়েছেন, গতবছর এই মেলায় ৩৫ কোটি টাকার ব্যবসা হয়েছিল। এবছর ১২০ কোটির লক্ষ্য নেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি সময়ে পূর্ব বর্ধমান জেলায় আতপ চাল, সেদ্ধ চাল, মুড়ির চাল এবং গোবিন্দভোগ চালের প্রায় ৫০০ রাইস মিল চালু রয়েছে। বন্ধ রয়েছে ৪৫টি। প্রতিবছর এই মেলার মাধ্যমে রাইসমিলগুলির সার্বিক উন্নতির লক্ষ্য নেওয়া হয়েছে। এব্যাপারে আব্দুল মালেক জানিয়েছেন, জেলার প্রায় সিংহভাগ রাইসমিলই এই আধুনিকীকরণের কাজ সেরে ফেলেছে। কতিপয় মিল এখনও এই আধুনিকীকরণ করতে পারেনি। তবে প্রতিযোগিতায় টিঁকে থাকতে গেলে এই আধুনিকীকরণ অত্যন্ত জরুরী। এদিন সাংবাদিক বৈঠকে আব্দুল মালেক জানিয়েছেন, বিদেশে বাংলার তথা পূর্ব বর্ধমান জেলার গোবিন্দ ভোগ চালের চাহিদা ভালই। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই বিদেশী রপ্তানির ক্ষেত্রে ২০ শতাংশ ডিউটি বাড়িয়েছে। ফলে বর্তমানে এই গোবিন্দভোগ চাল রপ্তানি কার্যত বন্ধের মুখে দাঁড়িয়েছে। তিনি জানিয়েছেন, কেবলমাত্র পুর্ব বর্ধমান জেলারই প্রায় ২০০ রাইস মিল এই গোবিন্দভোগ চাল বিদেশে রপ্তানি করে।
Tags Bardhaman Burdwan Paddy Rice Expo Rice Mill Rice Mills Rice Pro Expo Rice Pro-Tech Expo Rice Tech Expo Tech Expo
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …