Breaking News

শিশুদের হার্টের রোগ বাড়ছে বলে উদ্বেগ রোটারি ক্লাবের প্রশিক্ষণ শিবিরে

Rotary Club Training Camps Concerned Over Children's Heart Disease

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ক্রমশই ক্যানসারের পাশাপাশি শিশুদের হার্টের সমস্যা বাড়ছে। তাই সরকারের পাশাপাশি শিশুদের এই চিকিৎসা দিতে এগিয়ে এসেছে রোটারি ক্লাব। কেবলমাত্র রোটারি ক্লাব ৩২৪০-র অধীনেই গড়ে প্রতিবছর ৮-১০ জন শিশুর হার্টের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানালেন রোটারি ক্লাব অফ আমেনিটি বর্ধমানের প্রাক্তন সভাপতি গোপাল দাস। রবিবার বর্ধমানের একটি হোটেলে দুদিন ব্যাপী আয়োজিত হল রোটারি ক্লাবের ৩২৪০ জেলার গভর্নর নির্বাচনের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির। এই জেলার প্রায় ১২০টি ক্লাবের মধ্যে ৯০টি ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন। এতে অংশ নেন ৩২৪০-জেলার গভর্নর নীলেশ আগরওয়ালও। আগামী জুলাই মাসে নতুন গভর্নর হচ্ছেন সুখমিন্দর সিং। এদিন সুখমিন্দর সিং জানিয়েছেন, রোটারি ক্লাবের সামাজিক কাজের পরিধি ক্রমশ বাড়ছে। শিশুদের পড়াশোনা, পড়াশোনার সুষ্ঠু পরিবেশ তৈরি, বিভিন্ন চিকিৎসা কেন্দ্রের পাশাপাশি ক্যানসার নিয়ে লাগাতার সচেতনতা বাড়ানোর কাজ করছেন তাঁরা। এর মধ্যে মহিলাদের ক্যানসার রোধে তাঁরা লাগাতার সচেতনতামূলক শিবির করছেন। তিনিও জানিয়েছেন, ক্যানসার রোগের বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁরা লক্ষ্য করছেন শিশুদের হার্টের রোগ বাড়ছে। এজন্যও আগামী দিনে তাঁরা নানান পরিকল্পনাও গ্রহণ করছেন।

About admin

Check Also

A young woman was raped while going out to eat pizza with a friend. Five were arrested in the incident.

বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার যুবতী, গ্রেপ্তার ৫

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার হলেন এক যুবতী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *