বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভিনরাজ্য থেকে পাচারের সময় বর্ধমান রেল স্টেশনে ৪ টি বাজপাখি-সহ একজনকে গ্রেফতার করল আরপিএফ। শুক্রবার সকালে রাজেন্দ্র নগর-হাওড়া এক্সপ্রেস থেকে বর্ধমান স্টেশনে নামার সময়ই রুটিন তল্লাশিতে আরপিএফ-এর হাতে আসে এই পাচারকারী। বর্ধমান রেলস্টেশনের আরপিএফ ইন্সপেক্টর আশিস কুমার সরকার জানিয়েছেন, ধৃতের নাম সনু। বছর ৩৪-এর ধৃত এই যুবক বিহারের পাটনা জেলার আলমগঞ্জের বাসিন্দা। উদ্ধার হওয়া বাজ পাখিগুলোকে বর্ধমানের বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। আরপিএফ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতই শুক্রবার বর্ধমান রেলস্টেশনে রুটিন টহল দিচ্ছিলেন আরপিএফ কর্মীরা। ভোর ৫ টা ২ মিনিটে বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় ডাউন রাজেন্দ্র নগর-হাওড়া এক্সপ্রেস। আরপিএফ কর্মীরা দেখতে পান ওই ট্রেন থেকে এক যাত্রী দুই হাতে দুটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে নামছেন। আটকাতে গেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আরপিএফ কর্মীরা তাঁেক ধরে ফেলেন। তল্লাশিতে তার হাতে থাকা দুটি ব্যাগে দুটি খাঁচা দেখতে পান আরপিএফ কর্মীরা। প্রতিটি খাঁচায় দুটি করে পাখি রয়েছে বলে তাঁরা দেখেন। আটক ব্যক্তি জানায় তার নাম সনু। আরপিএফ বনদপ্তরে খবর পাঠায়। বনদপ্তরের প্রতিনিধিরা এসে জানান উদ্ধার হওয়া পাখিগুলি বাজ পাখি। এবং ভারতের বন্য পাখি এবং প্রাণী (সংরক্ষণ) আইন এবং বন্যপ্রাণী (সুরক্ষা) আইন অনুযায়ী এগুলি সংরক্ষিত পাখি। এরপরই সনুকে গ্রেফতার করা হয়েছে। আরপিএপ সূত্রে জানা গেছে, ধৃত সনু জিজ্ঞাসাবাদে তাঁদের জানিয়েছে, পাটনার মিরসিকারতলীর চিরিয়া মহল্লা মো. টনি তাকে এই পাখিগুলি বর্ধমানের মো. কাসিমের কাছে পৌঁছে দিতে বলেছে। এর আগেও সে দু’বার এইভাবে পাখি এনে বর্ধমানের মো. কাসিমের কাছে সে পৌঁছে দিয়েছে। এদিন পাখিগুলি-সহ ধৃতকে বর্ধমানের বনদপ্তরের রেঞ্জারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরপিএফ ইন্সপেক্টর আশিস কুমার সরকার।
Tags Falcon
Check Also
সোমবার থেকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকবে পূর্ব বর্ধমান জেলায়
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাত পোহালেই সোমবার থেকে টাকা ঢুকবে বাংলার বাড়ি প্রকল্পে। জেলা প্রশাসন …