Breaking News

আড়াইলক্ষ টাকার স্ট্যাম্প পেপার ফিরিয়ে দিল আরপিএফ

RPF returns stamp paper worth Rs 2.5 lakh lost by a woman in a train

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার ট্রেনের মধ্যে ফেলে যাওয়া ২.৫১ লক্ষ টাকার স্ট্যাম্প পেপার প্রকৃত ভেন্ডারের হাতে ফিরিয়ে দিল বর্ধমান আরপিএফ। বর্ধমান আরপিএফ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল প্রায় পৌনে পাঁচটা নাগাদ বর্ধমান আরপিএফের সহকারী সাব-ইন্সপেক্টর এন.এন. দাসের নেতৃত্বে ৩নং প্ল্যাটফর্মে রুটিন টহলদারীর সময় হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনের মধ্যে একটি পিঠব্যাগ পড়ে থাকতে দেখেন। দেখা যায়, তারমধ্যে রয়েছে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপার। এদিকে, মেমারী ব্লকের এডিএসআর অফিস ট্রেসেরি-১-এর স্ট্যাম্প ভেন্ডার তথা বর্ধমানের খালুইবিল মাঠের বাসিন্দা সোমা চৌধুরি বাড়ি ফিরে তাঁর ব্যাগ না পেয়ে বর্ধমান স্টেশনে আরপিএফ পোস্টে পৌঁছান। সেখানে মালিকানা নিশ্চিত হওয়ার পর আরপিএফ-এর পক্ষ থেকে তাঁর হাতে এই ব্যাগ তুলে দেওয়া হয়।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আরপিএফ-এর “অপারেশন আমানত” যাত্রীদের জিনিসপত্রের সুরক্ষাকে অগ্রাধিকার দেয়। এর ফলে ভ্রমণের সময় মানসিক শান্তি নিশ্চিত হয়৷ সমস্ত যাত্রীদের সতর্ক থাকতে হবে এবং কোনো কিছু হারিয়ে গেলে দ্রুত অভিযোগ জানাতে হবে।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *