Breaking News

অনাময় হাসপাতালের জঞ্জাল পরিষ্কার করলেন পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি

The Sabhadhipati of the Purba Bardhaman Zilla Parishad and other representatives cleared the garbage of the Anamoy Hospital.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠের সেই লেখাকেই মঙ্গলবার পাথেয় করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। এদিন বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালকে জঞ্জালমুক্ত করতে এবং বিশেষত হাসপাতাল চত্বরকে প্লাষ্টিক মুক্ত করতে অভিযানে নামেন জেলা পরিষদের সদস্য সহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ডা. অমিতাভ সাহা। The Sabhadhipati of the Purba Bardhaman Zilla Parishad and other representatives cleared the garbage of the Anamoy Hospital. খোদ সভাধিপতি নিজে ঝাঁটা হাতে সাফাই অভিযানে নামেন। এদিন তিনি জানিয়েছেন, সহজপাঠে পড়েছিলেন, আজ মঙ্গলবার । পাড়ার জঙ্গল সাফ করার দিন। সেই কথা মাথায় রেখেই এদিন থেকে তাঁরা শপথ নিলেন বর্ধমানকে জঞ্জাল মুক্ত এবং বিশেষত প্লাষ্টিক মুক্ত করার জন্য প্রতি মঙ্গলবার তাঁরা সাফাইয়ের কাজ করবেন। এদিন সভাধিপতি শম্পা ধাড়ার পাশাপাশি সহকারী সভাধিপতি দেবু টুডুও একযোগে এই সাফাই অভিযানে নামেন। The Sabhadhipati of the Purba Bardhaman Zilla Parishad and other representatives cleared the garbage of the Anamoy Hospital. বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার তথা অনাময় হাসপাতালের দায়িত্বে থাকা ডা. অমিতাভ সাহা জানিয়েছেন, শুধু জনপ্রতিনিধিরাই নয়, এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিরও এগিয়ে আসা দরকার। একইসঙ্গে সাধারণ মানুষ যাঁরা হাসপাতাল থেকে পরিষেবা পাচ্ছেন তাঁদেরও এগিয়ে আসতে হবে। তবেই এই কর্মসূচী বাস্তবায়িত হবে।

About admin

Check Also

Burdwan Little Magazine Fair inaugurated at Burdwan Town Hall on Friday, will continue till November 24

বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *