গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান স্টেশনে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। ধর্ষণে জড়িত ধরা না পড়ায় পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দায় এড়াতে পুলিস ঘটনাস্থল বর্ধমান স্টেশন এলাকা কিনা সে ব্যাপারে অনিশ্চয়তার তত্ত্ব খাড়া করার চেষ্টা করছে। বৃদ্ধা নিজেই তার উপর হওয়া অত্যাচারের কথা জানিয়ে অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু হয়েছে। বৃদ্ধা অবশ্য ধর্ষকের পরিচয়ের বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তবে তাঁকে চা খাওয়ানোর নাম করে কচুবনে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছেন বৃদ্ধা। হাসপাতালের চিকিৎসকের কাছেও ঘটনার বর্ণনা দিয়েছেন বৃদ্ধা। ধর্ষকের বর্ণনা বৃদ্ধা দিতে না পারায় তার হদিশ পেতে অন্ধকারে হাতরে বেড়াচ্ছে পুলিস। বৃদ্ধার পরণের শাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তার চিকিৎসা সংক্রান্ত রিপোর্টও পুলিস সংগ্রহ করেছে। তবে, শারীরিক অবস্থার কারণে বৃদ্ধার সঙ্গে এখনও সেভাবে কথা বলতে পারেনি পুলিস। বর্ধমান থানার এক অফিসার বলেন, তদন্ত চলছে। অভিযুক্তের হদিশ পেতে সব ধরণের চেষ্টা চলছে।
এদিকে রবিবার কলকাতা থেকে সেভ ডেমোক্রেসির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতালে এসে বৃদ্ধার সঙ্গে দেখা করেন। প্রতিনিধিদলে ছিলেন সাধারণ সম্পাদক চঞ্চল চক্রবর্তী, সমাজকর্মী অমিতাভ চক্রবর্তী, স্বপন খাড়া, রাকা মুখার্জি, লেখক দীপঙ্কর মুখোপাধ্যায় ও মিতা চক্রবর্তী। সিসিইউ ওয়ার্ডের ভিতরে ঢুকে চিকিৎসাধীন বৃদ্ধার সঙ্গে কথা বলেন প্রতিনিধিরা। প্রতিনিধি দলটির বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ উঠেছে। বৃদ্ধার সঙ্গে কথা বলার জন্য প্রতিনিধি দলটি হাসপাতাল সুপারের কাছ থেকে কোনও অনুমতি নেননি। আইন ভাঙার বিষয়টি মেনে নিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। দলের সদস্যা লেখিকা মিতা চক্রবর্তী বলেন, ধর্ষণের পর বৃদ্ধার যৌনাঙ্গে বোতল ঢুকিয়ে দেওয়া হয় বলে শুনেছি। বৃদ্ধার আরও ভালো চিকিৎসার প্রয়োজন। সন্দেশখালিতে এক বৃদ্ধার উপর এধরণের যৌন নির্যাতন চালানো হয়। ঘটনার ২৬ দিন পর তিনি মারা যান। বৃদ্ধার চিকিৎসা নিয়ে তাই আমরা উদ্বিগ্ন। বৃদ্ধার সঙ্গে কথা বলার জন্য আইন ভেঙেই আমরা ওয়ার্ডের ভিতরে ঢুকেছি। হাসপাতালের সুপার ডাঃ উৎপল দাঁ বলেন, বৃদ্ধার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে সিসিইউয়ে রাখা হয়েছে। প্রতিনিধি দলটি সেখানে যাওয়ার জন্য এবং বৃদ্ধার সঙ্গে কথা বলতে কোনও অনুমতি নেয়নি। জোর করে তারা ওয়ার্ডে ঢুকেছেন। এবিষয়ে সোমবার এফআইআর দায়ের করব।
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …