Breaking News

পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলন এসএফআই এবং ডিওয়াইএফআইএর

SFI & DYFI protest by breaking barricades of police. In front of the District Magistrate office & District Court campus

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ৭ দফা দাবীকে সামনে রেখে কাজের দাবিতে পূর্ব বর্ধমানের জেলাশাসককে স্মারকলিপি দিতে এসে পুলিশের ব্যারিকেড ভাঙল এসএফআই এবং ডিওয়াইএফআই। বর্ধমানে জেলাশাসকের অফিসের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ে তারা। আদালত চত্ত্বরে ঢুকেও স্লোগান দেয় তারা। জেলাশাসকের অফিস চত্ত্বরে ধর্নায় বসে পড়ে বিক্ষোভকারীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন পর বামপন্থী ছাত্র ও যুব সংগঠন একত্রিত হয়ে এদিন আন্দোলনে নেমে পুলিশের ব্যারিকেড ভাঙল। কয়েকবছর আগে জেলা সিপিএমের ব্যারিকেড ভাঙা নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় জেলাশাসকের অফিসের সামনে। এদিন সরকারী সমস্ত শুন্যপদে নিয়োগ, স্কুল সার্ভিস কমিশনের স্কুলের শূন্যপদে পূরণ, ১০০ দিনের পরিবর্তে ২০০ দিন কাজ এবং দৈনিক ৩৭৫ টাকা মজুরী প্রদান, স্কুল কলেজে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা, মিড ডে মিলে খাবারের মান বৃদ্ধি করা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং রেজাল্টের বেনিয়ম বন্ধ করা প্রভৃতি দাবী জানানো হয়।

SFI & DYFI protest by breaking barricades of police. In front of the District Magistrate office & District Court campus SFI & DYFI protest by breaking barricades of police. In front of the District Magistrate office & District Court campus SFI & DYFI protest by breaking barricades of police. In front of the District Magistrate office & District Court campus SFI & DYFI protest by breaking barricades of police. In front of the District Magistrate office & District Court campus SFI & DYFI protest by breaking barricades of police. In front of the District Magistrate office & District Court campus

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *