Breaking News

‘আলতা পুলিশ’ বিতর্কের মাঝেই থানায় থানায় গিয়ে গান্ধীগিরি বামপন্থী ছাত্রযুবদের

Police detained 5 SFIDYFI supporters during a demonstration with a Alta. At Burdwan Town

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ‘আলতা পুলিশ’কে ঘিরে এবার নতুন করে আন্দোলনে নামতে চলেছে বামপন্থী ছাত্র যুব সংগঠন। শনিবার থেকেই শুরু হয়েছে আলতা পুলিশকে ঘিরে বামপন্থী ছাত্রযুব সংগঠনের নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই। গত ১২ সেপ্টেম্বর এসএফআই এবং ডিওয়াই এফআই-এর নবান্ন অভিযানকে ঘিরে পুলিশ ব্যাপক হারে লাঠিচার্জ করে। SFI & DYFI supporters went to the Galsi police station and handed the Alta & Flowers to the police পুলিশের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় বামপন্থী ছাত্র যুব সংগঠনের আক্রমণে গুরুতর আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী, আধিকারিক। এই সময়ই হাওড়া পুলিশের এক আধিকারিকের পোষাকে আলতাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বামপন্থী ছাত্র যুবদের দাবী, তাঁদের মিছিল হাজির হবার আগেই ওই পুলিশ আধিকারিকের পোশাকে আলতা দিয়ে রাখা ছিল। শুধু তাই নয়, রাস্তার দুপাশে বাড়ির ছাদে পুলিশ এবং তৃণমূল ইঁট মজুদ করে রেখেছিল। ওপর থেকে তাঁদের ওপর ইঁটবৃষ্টি করা হয়েছে। Police detained 5 SFIDYFI supporters during a demonstration with a Alta. At Burdwan Town এই ঘটনায় বর্ধমানের জামালপুরের এক যুবনেতা গুরুতর জখম হয়েছেন। বর্ধমানের একটি বেসরকারী হাসপাতালে তাঁর চিকিত্সা করানোর পর রবিবার তাঁকে ছাড়া হয়। এদিকে, পুলিশের গায়ে আলতাকে ঘিরে এবার সমস্ত জেলায় জেলায় আন্দোলনে নামল এসএফআই এবং ডিওয়াইএফআই। নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ, এসএফআই ডিওয়াইএফআই সমর্থকদের ওপর ইঁটবৃষ্টির অভিযোগে ইতিমধ্যেই প্রতিবাদে রাস্তায় নেমেছে বামপন্থী ছাত্র যুব সংগঠন। SFI & DYFI supporters went to the Galsi police station and handed the Alta & Flowers to the police আর তারই পাশাপাশি বিশেষত পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রতিটি থানায় থানায় পুলিশের হাতে খুকুমণি আলতা এবং গোলাপ ফুল তুলে দিয়ে গান্ধীগিরির রাস্তায় নামল ছাত্র যুব সংগঠন। বর্ধমান জেলা এসএফআই-এর জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী জানিয়েছেন, নবান্ন অভিযানের দিন পূর্ব বর্ধমান জেলা থেকে যাঁরা গিয়েছিলেন তাঁদের মধ্যে প্রায় ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে এসএফআইয়ের ১৩ জন এবং ডিওয়াইএফআইএর ১৭জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। Police detained 5 SFIDYFI supporters during a demonstration with a Alta. At Burdwan Town কিউসা বিশ্বাস নামে বর্ধমান বিবেকানন্দ কলেজের বিএসসি তৃতীয় বর্ষের ছাত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে প্রেসিডেন্সী জেলে রাখা হয়েছে। শুক্রবারই তার পরীক্ষার ফল বেড়িয়েছে। পাশও করেছে। অর্নিবাণ জানিয়েছেন, গোটা রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ১৫০টি থানায় তাঁরা পুলিশের এই অত্যাচারের প্রতিবাদে পুলিশের হাতে আলতা এবং গোলাপ ফুল দিয়েছেন। বর্ধমানে শনিবার গলসী ও জামালপুর থানায় একই ‘আলতা পুলিশ’ অভিযান করা হয়েছে। সোমবার থেকে জেলার বাকি থানাগুলিতেও এই আলতা পুলিশ অভিযান চলবে। একইসঙ্গে থানার পাশে এবং বিভিন্ন জায়গায় পুলিশের এই ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে তাঁরা বিক্ষোভ সমাবেশ পালন করবেন। এদিকে, নবান্ন অভিযান ঘিরে পুলিশের গায়ে আলতাকে ঘিরে ইতিমধ্যেই সোস্যাল মিডিয়ায় ঝড় উঠতে শুরু করেছে। SFI & DYFI supporters went to the Galsi police station and handed the Alta & Flowers to the police পোষ্ট, পাল্টা পোষ্টকে ঘিরে বিতর্ক তুঙ্গে ওঠার পাশাপাশি অভিযোগ উঠেছে, আদপেই পুলিশের গায়ে এই আলতা দেবার পিছনে সরাসরি বামপন্থী ছাত্র যুব সংগঠনই দায়ী কিনা? এমনকি থানায় থানায় গিয়ে পুলিশের হাতে আলতা তুলে দেবার ঘটনায় কার্যত পুরুষতান্ত্রিক চিন্তার ফসল হিসাবে মহিলাদেরই অপমানিত করা হচ্ছে বলেও পাল্টা প্রচার শুরু হয়েছে সোস্যাল মিডিয়ায়। রবিবার বর্ধমানের কার্জনগেটের সামনেও এসএফআই-এর পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভের কর্মসূচী নেওয়া হয়। কিন্তু আন্দোলনকারীরা জেলা অফিস থেকে বেরিয়ে বর্ধমান শহরের পার্কাস রোডের কাছে পৌঁছাতেই পুলিশের সাথে ধ্বস্তাধস্তি বেঁধে যায়। পুলিশ ৫ জন এসএফআই-এর সদস্যকে আটক করেছে। ফলে কর্মসূচী বাতিল হয়ে যায়।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *