Breaking News

অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী ভরতির জন্য টাকা চাওয়ার অভিযোগে এক ব্যক্তি আটক

Anamoy Super Speciality Wing Hospital Burdwan Medical College and Hospital

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী ভরতির নামে টাকা চাওয়া ও ডেপুটি সুপারকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এক দালালকে আটক করেছে শক্তিগড় থানার পুলিস। ঘটনার কথা জানিয়ে হাসপাতালের সুপার ডাঃ উৎপল দাঁশক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিস সুপার ভাস্কর মুখোপাধ্যায়কেও বিষয়টি জানিয়েছেন সুপার। পুলিস সূত্রে জানা গিয়েছে, আটক হওয়া দালালের নাম সারাফত আলি। রায়না থানার জ্যোৎসাদি গ্রামে তার বাড়ি। সে এলাকায় হাতুড়ে হিসাবে পরিচিত। ডেপুটি সুপার ডাঃ অমিতাভ সাহা বলেন, রোগীকে ভরতি করে দেওয়ার নামে তার পরিবারের লোকজনের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেছিল সারাফাত। বিষয়টি জানতে পেরে তাকে ফোন করি। ফোনে সে আমার সঙ্গে নানা অশালীন কথা বলে। এমনকি নিজেকে সে মহিলা সরবরাহকারী বলেও পরিচয় দেয়। দালাল চক্র কোনও ভাবেই বরদাস্ত করা হবে । এব্যাপারে রোগী ও তাঁদের পরিজনদেরও সতর্ক হতে হবে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ফুটিয়ান্তা গ্রামের হীরালাল চৌধুরি অনাময়ে ভরতি হওয়ার জন্য শুক্রবার আসেন। হাসপাতালে তার সঙ্গে সারাফাত ও তার এক সঙ্গীর পরিচয় হয়। তারা রোগীকে হাসপাতালে ভরতি করে দেওয়ার আশ্বাস দেয়। বিনিময়ে ১০ হাজার টাকা দাবি করে। পরে ৮ হাজার টাকায় রফা হয়। কিন্তু, বিকাল হয়ে যাওয়ায় সেদিন রোগী ভরতি হয়নি। শনিবার রোগী হাসপাতালে ভরতি হন। এরপরই রোগীর পরিবারের কাছ থেকে সারাফত ও তার সঙ্গী টাকা দাবি করে। বিষয়টি ডেপুটি সুপারের কাছে জানান হীরালালের পরিবারের লোকজন। তাঁদের কাছ থেকে সারাফতের ফোন নম্বর নিয়ে কথা বলেন ডেপুটি সুপার। ফোনে সারাফত ডেপুটি সুপারকে হুমকি দেয়। এমনকি নানা প্রলোভনও দেয় সে। বিষয়টি সুপারকে জানান ডেপুটি সুপার। এরপরই ঘটনার কথা জানিয়ে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেন সুপার। রবিবার সন্ধ্যায় সারাফতকে হাসপাতালে ডাকা হয়। কিন্তু, সে আসতে চায়নি। পরে রোগীর পরিবারকে তাকে হাজির করার জন্য বলা হয়। চাপে পড়ে সারাফত হাসপাতালে যায়। সেখানে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন ডেপুটি সুপার। পরে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *