E Purba Bardhaman

“বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী বয়স্ক”, তাঁর কবিগানকে পাত্তাই দিলেন না ডা. শর্মিলা সরকার

Sharmila Sarkar did not pay attention to the poetry of the BJP candidate from Purba Bardhaman

রায়না (পূর্ব বর্ধমান) :- রবিবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বর্তমানে হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের নাম ঘোষণার পর সোমবার প্রথম দিন প্রচারে বেরিয়েই তাঁর নিজের স্টাইলে তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারকে নিয়ে ব্যঙ্গাত্মক গান বাঁধেন। যা নিয়ে হৈ চৈ শুরু হলেও সেই গানের জবাবে মঙ্গলবার সকালে ডাক্তার শর্মিলা সরকার জানিয়ে দিলেন এসবকে তিনি পাত্তা দিচ্ছেন না। তাঁর কাছে এসব গুরুত্বহীন। পূর্ব বর্ধমানের রায়নার নাড়ুগ্রাম থেকে রায়না ১ ব্লক সভাপতি বামদেব মণ্ডলকে নিয়ে এদিন তিনি প্রচার শুরু করলেন। তিনি জানান, মানুষের সারা এত পাচ্ছেন তা বলার নয়। সকলেই ভরসা করছেন তাঁর ওপর। এরপরই অসীম সরকারের গান সম্পর্কে শর্মিলা সরকার বলেন, উনি বয়স্ক মানুষ, ওনাকে ওনার মতন প্রচার করতে দিন। ওনার স্ট্রাটেজি এইভাবে ভোটে জেতার। আমি ওনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না। সোমবার প্রথম দিন প্রচারে বেড়িয়েই তাঁর নিজস্ব স্টাইলে তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিগান বাঁধেন অসীম সরকার। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার গান ধরেন, “ওমা শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তুমি অদৃশ্য মন দেখতে পারো কিন্তু চোর দেখার চোখ নেই তোমার, শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার”। মঙ্গলবার রায়নায় প্রচারে বেড়িয়ে সেই কবিগান সম্পর্কে জিজ্ঞাসা করতেই এই প্রতিক্রিয়া দেন শর্মিলা সরকার। মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমানের রায়নার নাড়ুগ্রাম থেকে রায়না ১ ব্লক সভাপতি বামদেব মণ্ডলকে নিয়ে জনসংযোগে নামেন তিনি। এরপর তিনি আরও জানান, মানুষের এত পরিমাণ সাড়া তিনি পাচ্ছেন যা বলার নয়। সকলেই ভরসা করছেন তাঁর ওপর। বস্তুত, এদিন নাড়ুগ্রাম অঞ্চলে শর্মিলাদেবী প্রচারে আসায় বাড়ির মহিলারাও তাঁর সঙ্গে পা মেলান। অনেক বয়স্ক মহিলাকে দেখা যায়, খুশিতে তাঁরা নাচছেনও। যা দেখে রীতিমতো আপ্লুত শর্মিলাদেবী জানিয়েছেন, কে কী বলল তাতে কিছু যায় আসে না। তাঁর পাশে মানুষ আছেন স্বতঃস্ফূর্তভাবে – এটাই সব।

Exit mobile version