Breaking News

বর্ধমানের রেনেসাঁ উপনগরীতে দাঁড়িয়ে থাকা গাড়িতে গুলি, আতঙ্ক

Shots fired at parked car in Renaissance Township of Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানের রেনেসাঁ উপনগরীতে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়ালো। বর্ধমানের রেনেসাঁ উপনগরীর ৬ নং ইনার রিং রোডে এক নার্সিংহোম ব্যবসায়ীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ফাঁকা গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গাড়ির পিছনে ডান দিকের উইন্ডো লক্ষ্য করে চালানো হয় গুলি। গুলি উইন্ডোর কাচ ভেদ করে গাড়িতে ঢোকে। গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে গুলির একটি খোল। উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। এদিন ওই নার্সিংহোম ব্যবসায়ী দেবজিত ঘোষ জানিয়েছেন, গাড়ি নিয়ে সকাল ৯.৩০ টা নাগাদ বের হওয়ার সময় বিষয়টি তাঁর নজরে আসে। তিনি জানিয়েছেন, গতকাল সন্ধ্যা ৬.৩০ টা নাগাদ গাড়িটি বাড়ির সামনে রাখেন। প্রতিদিনই এভাবেই তাঁর গাড়ি থাকে। এদিন গাড়ির পিছনের উইণ্ড স্কিনের কাচ ভাঙা দেখে প্রথমে তিনি ভেবেছিলেন কোনো ইট পাটকেল ছোঁড়া হয়েছে, কিংবা কেউ কিছু করেছে। কিন্তু এরপরই তিনি দেখেন গুলির দাগ। বিষয়টি নজরে আসতেই তিনি খবর দেন উপনগরীর দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষী ও বর্ধমান থানার পুলিশকে। পুলিশ এসে গাড়ির ভিতর থেকে একটি গুলির খোল উদ্ধার করে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়েছেন এই পরিবার। এই ঘটনার পর এই টাউনসিপের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন উপনগরীর অন্যান্য আবাসিকরাও। কি জন্য, কেনই বা ফাঁকা গাড়িতে গুলি চালানো হল তা খতিয়ে দেখছে পুলিশ। কেউ কেউ মনে করছেন ব্যাবসায়িক শত্রুতায় ভয় দেখানোর জন্যই এই কাজ করা হয়ে থাকতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন এই ঘটনা সম্পর্কে নার্সিংহোম ব্যবসায়ীর স্ত্রী স্বর্ণালী ঘোষ জানিয়েছেন, তাঁর স্বামী খোসবাগানের একটি নার্সিংহোম মালিক দেবজিৎ ঘোষ যখন সকালে নার্সিংহোম যাচ্ছিলেন সেই সময় দেখেন গাড়ির ডানদিকের কাচ ভাঙা। তাঁরা বিষয়টি দেখার পর নিরাপত্তারক্ষী-সহ অন্যান্যদের ডাকেন। নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসা করা হয় কারা ভেঙেছে। কিন্তু তাঁরা জানাতে পারেননি। তখন তাঁরা আবাসন এলাকার রক্ষণাবেক্ষণকারীদের উদ্দেশ্যে লিখিত অভিযোগ জমা দেওয়ার জন্য বের হচ্ছিলেন। সেই সময় গাড়িতে চাপার জন্য পিছনের বাঁদিকের দরজা খুলতে গিয়ে দেখতে পান সেটাও ভাঙা। তখনও তাঁরা বুঝতে পারেননি কীভাবে ভেঙেছে। কিন্তু অন্যান্যরা দেখে বলেন গুলির আঘাতে এটা হয়েছে। তখন তাঁরা বিষয়টা থানায় জানান। রক্ষণাবেক্ষণকারী অফিস থেকেও প্রতিনিধি এসেও থানায় জানায়। পুলিশ কর্মীরা এসে দেখেন। তাঁরাই মিস্ত্রি আনিয়ে দরজা খোলান। একটি গুলি বের হয়েছে। বাঁদিকের গেটের মধ্যে ঢুকে ছিল। স্বর্ণালী ঘোষ জানিয়েছেন, গতকাল সন্ধ্যা সাড়ে ছটায় দেবজিৎ ঘোষ গাড়িটা এখানে এনে রেখেছে। তিনি আশপাশের বাসিন্দাদের কাছ থেকে জানতে পারেন, রাত ২ টো থেকে আড়াইটার মধ্যে গুলির আওয়াজ পেয়েছিলেন। অভিযোগ, এই রাস্তায় সিসি টিভি ক্যামেরা নেই। আলোও কদিন ধরে খারাপ। প্রশ্ন উঠেছে টাউনসিপের নিরাপত্তা নিয়েও।

About admin

Check Also

The agitators are again on the road in the case of continuous rape and torture of women in Purba Bardhaman district

গত এক মাসে পূর্ব বর্ধমান জেলায় লাগাতার ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ফের পথে নামছেন আন্দোলনকারীরা

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এক মাসের মধ্যে কেবলমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই একাধিক ধর্ষণ এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *