মন্তেশ্বর (পূর্ব বর্ধমান) :- দুই ভাইয়ের মধ্যে বিরোধের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ভাইয়ের স্ত্রী। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে বর্ধমানের মন্তেশ্বর থানার পুটশুড়ি এলাকার আজাহারনগর এলাকায়। মৃত গৃহবধুর নাম নাজিফা বিবি (২০)। মৃতের বাপের বাড়ি মন্তেশ্বর থানার পিপলন অঞ্চলের বনপুর এলাকায়। নাজিফা বিবির স্বামী ইসমাইল সেখ জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে তাঁর দুই খুড়তুতো ভাই ঝন্টু সেখ এবং পল্টু সেখের মধ্যে পারিবারিক বিবাদ বাধে। এই সময় ঝণ্টু সেখ গুলি ছুঁড়লে তা এসে লাগে নাজিফা বিবির গায়ে। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ থানায় নিয়ে যায়। অন্যদিকে, মৃতের মা জীবন্নিসা বিবি অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই মেয়ের উপর অত্যাচার চলছিল। ঠিকমত খেতে দেওয়া হতনা। রীতিমত পরিকল্পনা করেই তাঁর চার মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে গুলি করে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এবিষয়ে নাজিফার বাবার বাড়ির পক্ষে থানায় কোনও লিখিত অভিযোগ করা হয়নি। এদিন রাতে মন্তেশ্বর থানায় নাজিফার স্বামী ইসমাইল সেখ তার খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে মন্তেশ্বর থানার পুলিশ।
Tags Bardhaman Burdwan East Bardhaman East Burdwan Manteswar Murder Purba Bardhaman shot Sister-in-law গুলিবিদ্ধ পূর্ব বর্ধমান বউদি বর্ধমান বৌদি
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …