Breaking News

বাংলা থেকে তৃণমূলকে সরাতে বুথস্তরকে জোড়ালো করার পরামর্শ দিয়ে গেলেন স্মৃতি ইরানি

Smriti Irani advised to strengthen booth level to remove Trinamool from Bengal

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার বর্ধমানে বিজেপির জেলা অফিসে এসে বিজেপির ৪ সাংগঠনিক জেলার নির্বাচনী নেতৃত্বদের উজ্জীবিত করে গেলেন কেন্দ্রের নারী ও শিশু উন্নয়ন এবং সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী তথা আমেথি কেন্দ্রের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। মঙ্গলবার সকালে দমদম বিমানবন্দরে নেমে সোজা চলে আসেন তিনি বিজেপির বর্ধমানে সাংগঠনিক জেলা অফিসে। এখানে বর্ধমান-দুর্গাপুর লোকসভা, বর্ধমান পূর্ব লোকসভা, বীরভূম ও বোলপুর লোকসভা এই ৪টি সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি এবং কোর কমিটির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন। বর্ধমান ক্লাস্টারের এই বিশেষ সাংগঠনিক বৈঠকে এদিন প্রতিটি কেন্দ্র থেকে ৩২ জনের নির্বাচন কমিটি এবং ১৫ জনের কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। যদিও দলের কয়েকজন নেতৃত্ব মিটিং শুরুর পরে আসায় এদিন তাঁদের বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি। বিজেপির দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে মমতা সরকারকে সরাতে সকলকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি। এর জন্য বুথস্তরকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়ে যান স্মৃতি। যদিও এদিন এই বিশেষ সাংগঠনিক বৈঠকে স্মৃতি ইরানি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। Smriti Irani advised to strengthen booth level to remove Trinamool from Bengal বর্ধমান ক্লাষ্টারের এই বৈঠক সেরেই এদিন দুপুরে তিনি চলে যান পূর্বস্থলীতে। সেখানেও তিনি কর্মী বৈঠক করেন। বুধবার তাঁর আউশগ্রামে কর্মী বৈঠক করার কথা রয়েছে। অন্যদিকে, এদিন বর্ধমান পূর্ব লোকসভা আসনের অধীনে রায়না ১-এর সেহারা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ পরেশচন্দ্র বাগ, রায়না ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বৈদ্যনাথ শীল, রায়না ২-এর প্রাক্তন সহসভাপতি বিভাসচন্দ্র ঘাঁটি, কৃষান ক্ষেত মজুর সংগঠনের প্রাক্তন ব্লক সভাপতি অরূপ ঘোষ, রায়না ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য মধুমিতা পোড়েল, কৃষান ক্ষেত মজুর সংগঠনের প্রাক্তন সদস্য পীযূষ যশ এবং পিকে টিমের প্রাক্তন সদস্য বাপ্পাদিত্য বসু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। উল্লেখ্য, সোমবার বর্ধমান টাউন হলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরিচিতির একটি সভায় বিজেপি, কংগ্রেস এবং সিপিএম থেকে ৩ পঞ্চায়েত সদস্য যোগদান করেন তৃণমূলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ও জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। গলসি ২ ব্লকের কুরকুবা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য তনুজা খাতুন ,আদ্রা গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস সদস্য মর্জিনা বেগম মল্লিক , আদ্রা গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য প্রকাশ ভট্টাচার্য ও কুরকুবা এলাকার বিজেপি নেতা দীপক দাস তৃণমূলে যোগ দেন।

About admin

Check Also

Banglar Awas Yojana - বাংলার আবাস যোজনা - Bangla Awas Yojana

সোমবার থেকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকবে পূর্ব বর্ধমান জেলায়

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাত পোহালেই সোমবার থেকে টাকা ঢুকবে বাংলার বাড়ি প্রকল্পে। জেলা প্রশাসন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *