মেমারী (পূর্ব বর্ধমান) :- গলায় ওড়নার ফাঁসে এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃতার নাম পূজা শর্মা (১৮)। বাড়ি মেমারী থানার রসুলপুরে। সে এবারই রসুলপুর গার্লস হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছিল। কলেজে ভর্তিরও চেষ্টা চলছিল তার। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকালে নিজের ঘরেই ওড়নার ফাঁসে তার ঝুলন্ত দেহ দেখতে পান বাবা মোহন শর্মা। ওই বাড়িতেই তার কাঠের দোকান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালেও পুজাকে তার বাড়ির ছাদে মোবাইলে কথা বলতে দেখা গেছিল। ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। সোমবার বিকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে মেমারী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
Tags Barddhaman Burdwan Memari Purba Bardhaman আত্মঘাতী ছাত্র ছাত্রী
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …