বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দেরিতে রেজাল্ট বের হওয়া, রিভিউ এর রেজাল্ট নিয়ে এই অনিশ্চয়তা, প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ফেল করা ছাত্রছাত্রীদের গভীর আশংকা প্রভৃতি কারণের সুরাহা করতে বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন সাধারণ ছাত্রছাত্রীরা। এদিন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দাবী জানানো হয়েছে, প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ব্যাক পাওয়া ছাত্রছাত্রীদের রিভিউ এর খাতা যথেষ্ট সহানুভূতির সাথে দেখতে হবে। রিভিউ এর রেজাল্ট শীঘ্রই বার করতে হবে। তৃতীয় বর্ষের রেজাল্ট নির্দিষ্ট সময়ের মধ্যে বার করতে হবে । পরীক্ষার অন্তত এক মাস আগে থেকে পরীক্ষার ( প্রাকটিক্যাল এবং লিখিত) রুটিন দিতে হবে। পরীক্ষার ফর্ম ফিলাপের নোটিশ অন্তত ১৫ দিন আগে দিতে হবে এবং পরীক্ষার খাতা যাতে সঠিক ভাবে মূল্যায়ণ হয় তা সুনিশ্চিত করতে হবে। এই দাবি নিয়েই এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। যদিও এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Tags Burdwan University
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …