Breaking News

তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি পিছানোর দাবীতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

Students of the colleges under the University of Burdwan organized protests movement for various demands

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফলাফল এখনও প্রকাশিত হয়নিঅথচ ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচী ঘোষণা হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষোভে ফেটে পড়লেন ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা বর্ধমান ষ্টেশন থেকে একটি মিছিল করে হাজির হন বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে। বিগত কয়েকবছর ধরেই রেজাল্ট নিয়ে দুর্ভোগের অভিযোগে সরব হন এদিন ছাত্রছাত্রীরা। সৌরভ মণ্ডল, অপূর্ব দত্ত, পিউ পাল-সহ উপস্থিত আন্দোলনকারীরা এদিন অভিযোগ করেছেনগত বছর সেপ্টেম্বর মাসে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে। সরকারী নিয়মানুসারে ৭৫দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা। কিন্তু এখনও দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হয়নি। এমনকি প্রথমবর্ষের রিভিউয়ের ফলাফলও এখনও অনেকেরই অসম্পূর্ণ রয়েছে। এরই মাঝে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি ঘোষণা করেছেন। ফলে চুড়ান্ত অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ছাত্রছাত্রীরা। কারা দ্বিতীয় বর্ষতে পাশ করতে পারবেন তাও জানা নেই। এরই পাশাপাশি এদিন তাঁরা অভিযোগ করেছেনঅনেক ছাত্রছাত্রী যাঁরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভাল ফলাফল করে অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছেন। কিন্তু পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে কোনোরকমে তাঁরা ৪০৪৫ শতাংশ নাম্বার পাচ্ছেন। এমনকি পাশ সাবজেক্টে তাঁরা ফেলও করছেন। ভুরি ভুরি এমন ঘটনা ঘটছে বলে এদিন ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন।

Students of the colleges under the University of Burdwan organized protests movement for various demands

এদিকেএই অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন ছাত্রছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দ্বিতীয় বর্ষের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা,রিভিউএর রেজাল্ট দ্রুত প্রকাশ করা সহ তৃতীয় বর্ষের পরীক্ষাকে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করার আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য,দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশ না করে তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি ঘোষণার প্রতিবাদে সোমবারই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে উপাচার্য্যের কাছে স্মারকলিপি দিয়ে পরীক্ষা পিছানোর দাবী জানানো হয়েছে। একই দাবী জানিয়েছে ভারতের ছাত্র ফেডারেশনের বর্ধমান জেলা কমিটিও। অন্যদিকেএব্যাপারে উপাচার্য নিমাই সাহা জানিয়েছেনতৃতীয় বর্ষের পরীক্ষার বিষয় সম্পর্কে অনেক আগে থেকেই কলেজগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। মার্চ মাসের শেষ কিংবা এপ্রিল মাসের প্রথম দিকেই পরীক্ষা নেবার কথা জানানো হয়েছে। দ্বিতীয় বর্ষের ফলাফল চলতি ফেব্রুয়ারী মাসের মধ্যেই প্রকাশিত হবে বলে তিনি এদিন জানিয়েছেন। পাশাপাশি জানিয়েছেনকোনো রেজাল্ট এখন আর অপ্রকাশিত বলে কিছু নেই।

Students of the colleges under the University of Burdwan organized protests movement for various demands

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *