জামালপুর (পূর্ব বর্ধমান) :- পানীয় জলের দাবিতে পঞ্চায়েত অফিসের ভিতরে গ্লাস ও প্লাকার্ড হাতে বিক্ষোভ পড়ুয়াদের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আঝাপুর গ্রাম পঞ্চায়েতে। পড়ুয়া ও বিক্ষোভরত অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইটখোলাপাড়া শিশুশিক্ষা কেন্দ্রে পানীয় জলের কল বিকল হয়ে রয়েছে। বর্তমানে স্কুলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। এই নিয়ে আঝাপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় ১১ বার লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। ছোট ছোট শিশুরা পানীয় জল পায় না। অন্যের বাড়ি থেকে জল নিয়ে আসতে হয়। এমনকি শৌচাগার ব্যবহারের জন্যেও জলের কোনো বিকল্প ব্যবস্থা নেই। এই রকম অবস্থায় এদিন চতুর্থ শ্রেণীর এক পড়ুয়া খাবার সময় বিষম লাগে, কিন্তু জল না থাকায় পড়ুয়া অসুস্থ হয়ে পরে।এরপরই স্কুলের অন্যান্য পড়ুয়া ও অভিভাবকরা জলের দাবিতে পঞ্চায়েতে বিক্ষোভ দেখায়।
আঝাপুর গ্রাম পঞ্চায়েতের ইটখোলা গ্রামের সিপিআই(এম) পঞ্চায়েত সদস্য শশাঙ্ক ভূমিজের অভিযোগ, বহু আগে থেকেই এই সমস্যা স্কুলে থাকলেও কোনো ব্যবস্থা না হওয়ায় বর্তমান পঞ্চায়েত গঠনের পর থেকেই আমি বারংবার এই বিষয়ে পঞ্চায়েতকে অবগত করি। কিন্তু কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন একজন পড়ুয়া অসুস্থ হতেই গ্রামের লোক ও অভিভাবকরা পঞ্চায়েতে জলের দাবিতে সামিল হয়েছেন।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, যেহেতু এলাকায় নলবাহিত পানীয় জল প্রকল্প খুব শীঘ্রই চালু হবে তাই হয়ত লোকাল অথরিটি এই বিষয়ে একটু গড়িমসি করেছে, যা উচিত নয়। আগামীকাল থেকেই ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …