বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জানুয়ারী মাসে অর্থ বরাদ্দ হলেও কেন মার্চ মাসের মধ্যেও ইউটিলাইজেশন সার্টিফিকেট পৌঁছালো না – কৈফিয়ত তলব করলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল। বুধবার বর্ধমান জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে এসে জেলার বেশ কয়েকটি ব্লকে ইদগাহের প্রাচীর দেওয়া না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে গেলেন আবু আয়েশ মণ্ডল। এদিন তিনি কালনা ১ ও ২ ব্লক, রায়না ১ নং ব্লক এবং মেমারী ১নং ব্লকে সংখ্যালঘু দপ্তরের এই কাজ নিয়ে বিডিওদের রীতিমত ভত্সর্নাও করেন। যদিও এদিন কয়েকজন গত লোকসভা নির্বাচনকে খাড়া করে রেহাই পাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানেও তীব্র ভাষায় আক্রমণ করেন আবু আয়েশ মণ্ডল। তিনি জানিয়েছেন, জানুয়ারী মাসে অর্থ বরাদ্দ করার পর মার্চ মাসেই প্রথম দফার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেছে কাজই শুরু হয়নি। জেলাশাসক তথা জেলা আধিকারিকদের নির্দেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এপ্রিল মাসে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। ফলে তার আগে কাজ করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। তিনি এদিন বলেন, প্রথম দফার ইউটিলাইজেশন সার্টিফিকেট না মেলায় দ্বিতীয় দফার কাজের টাকাও বরাদ্দ করা যায়নি। এই গাফিলতি মেনে নেওয়ার নয়। উল্লেখ্য, এদিন তিনি জেলায় সংখ্যালঘু দপ্তরের অধীন বিভিন্ন প্রকল্পের বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। জেলাশাসককে তিনি গোটা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশও দিয়ে যান। অন্যান্যদের মধ্যে এদিন এই সভায় হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলাশাসক বিজয় ভারতী সহ সমস্ত পদাধিকারীরাই।
Tags Minorities Minorities' Commission West Bengal Minorities' Commission
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …