বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জাতীয় শিক্ষক বরণে মাতলো বর্ধমানের বাসিন্দারা। রাষ্ট্রপতি পুরস্কার নিয়ে আজ রাজধানী এক্সপ্রেসে বর্ধমান স্টেশনে ফেরেন বর্ধমানের কাঞ্চননগরের দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুভাষ চন্দ্র দত্ত। সেখানে ফুল ছড়িয়ে মালা পরিয়ে তাঁকে বরণ করে নেন বর্ধমানের বাসিন্দা, তাঁর স্কুলের শিক্ষক পড়ুয়ারা। এরপর হুডখোলা গাড়িতে শহর পরিক্রমা করে তাঁকে স্কুলে নিয়ে যাওয়া হয়। ক্যান্সারে আক্রান্ত হয়েও তিনি নিয়মিত স্কুলে থেকে প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে পরিবেশ ও জীব বৈচিত্র্য বিষয়ে পড়ুয়াদের নিয়ে কাজ করে চলেছেন। তারই স্বীকৃতি স্বরূপ শিক্ষক দিবসে তাঁর হাতে জাতীয় শিক্ষকের সম্মান তুলে দেন রাষ্ট্রপতি। বর্ধমানবাসীর শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত সুভাষবাবু।
Tags National Awards National Awards to Teachers National Teachers
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …