বর্ধমান (পূর্ব বর্ধমান) :- স্বামীর বিবাহ বর্হিভূত সম্পর্কে বাধা দেওয়ায় অত্যাচারের জেরে আত্মঘাতি হলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে বীরভূমের সদাইপুরের জাতরা এলাকায়। মৃত গৃহবধুর নাম হাসিনা বিবি (১৮)। মৃতের বাপের বাড়ির অভিযোগ,প্রায় ৫ মাস আগে হাসিনার সঙ্গে বিয়ে হয় সেখ আজিজুলের। বিয়ের কিছুদিন পর থেকেই হাসিনা স্বামীর বিবাহ বর্হিভূত সম্পর্কের কথা জানতে পারেন। তা নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে অশান্তিও শুরু হয়। গৃহবধুর বাপের বাড়ির অভিযোগ, হাসিনার ওপর এই ঘটনায় অত্যাচারও করা হত। তার জেরেই গত ৩১ আগষ্ট নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতি হবার চেষ্টা করে সে। আশঙ্কাজনক অবস্থায় তাকেবর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। অন্যদিকে, বৃহস্পতিবার ভাতারের বলগোনা গ্রাম পঞ্চায়েতের সেলেন্ডা গ্রামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে। অভিযোগ করেছেন ওই গৃহবধূর মা উন্নতি ঘোষ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ভাতারের বেলডাঙ্গা গ্রামের বাসিন্দা রাখীর সঙ্গে বিয়ে হয় ভাতারের সেলেন্ডা গ্রামের বাসিন্দা বাপন রেজের। তাদের একটি সন্তানও রয়েছে। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, স্বামীর বিবাহ বর্হিভূত সম্পর্কে বাধা দেওয়ার জেরেই খুন করা হয়েছে রাখীকে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় সেলেন্ডা গ্রামে। সমগ্র বিষয়টি অস্বীকার করেছেবাপনের পরিবারের লোকজন। বাপনের এক বোন জানিয়েছেন, তাঁর দাদা খুব শান্ত প্রকৃতির ছেলে সে এরকম কাজ করতেই পারে না।এই ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। এদিকে, এরই পাশাপাশি বৃহস্পতিবার মেমারী থানার বড় মশাগড়িয়ায় খালের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম সেখ জামাত আলি(৩২)। বাড়ি মেমারীর আকালিয়া গ্রামে। মৃত যুবকের পরিবারের লোকজন জানিয়েছেন, বুধবার রাতে বাড়ি থেকে সাইকেল নিয়ে সে বেড়িয়ে যায়। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশেই তার সাইকেলটি পড়ে ছিল। মেমারী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠায়। মৃতের পরিবারের দাবী জামাতকে খুন করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরেই সম্ভবত খুন করা হয়ে থাকতে পারে ওই যুবককে।
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …