বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পুলিশের চোখে ধুলো দিয়ে সরকারি স্কুল ব্যাগ চুরি করে তা খোলা বাজারে বিক্রিতে অভিযুক্ত কৈলাস দাস শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে আত্মসমর্পণ করে। শহরের ভাতছালা এলাকায় তার বাড়ি। আইনজীবী রোহিনী পুততুণ্ড আত্মসমর্পণকারীর হয়ে জামিন চেয়ে সওয়াল করেন। সরকারি আইনজীবী নূপুর দাস আগরওয়াল জামিনের জোরালো বিরোধিতা করেন। দু’পক্ষের সওয়াল শুনে সপ্তাহে ২ দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে কৈলাসের জামিন মঞ্জুর করেন সিজেএম রতন কুমার গুপ্তা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ জুলাই বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় সরকারি লোগোযুক্ত স্কুল ব্যাগ খোলা বাজারে বিক্রি হচ্ছিল। বিষয়টি দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তারা বিষয়টি এলাকার কাউন্সিলার মহম্মদ সেলিম খানকে জানান। কাউন্সিলার স্কুল ব্যাগ খোলাবাজারে বিক্রির বিষয়টি বর্ধমান থানায় জানান। পুলিশ এসে ৪৩টি ব্যাগ উদ্ধার করে। ততক্ষণে অবশ্য ব্যাগ বিক্রেতা কৈলাস সেখান থেকে পালিয়ে যায়। কাউন্সিলার ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মামলা রুজু হলেও পুলিশ এতদিনে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি ব্যাগ খোলাবাজারে বিক্রি হওয়ার কথা নয়। এর পিছনে বড়সড় কোনও চক্র থাকতে পারে বলে স্কুল শিক্ষা দপ্তরের অনুমান। মূল অভিযুক্ত জামিন পেয়ে যাওয়ায় তদন্ত ব্যাহত হবে বলে মনে করছে আইনজীবী মহল।
Tags bag Bardhaman Biswa Bangla Burdwan East Bardhaman East Burdwan Purba Bardhaman School school bag surrendered খবর পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …