বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- “রেষারেষিতে লোক মরবে এটা আমরা হতে দেবো না। আমাদের সরকার বা দপ্তর এত দুর্বল নয়। শুধুমাত্র কলকাতাতেই কিছু জায়গায় কমিশন প্রথা চালু আছে। টাইম টেবিল চালু করে তা বন্ধ করে দেওয়া হবে।” শুক্রবার জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে পূর্ব বর্ধমানের উল্লাসে পূর্বাশা বাসস্ট্যান্ডে বিশেষ পথ নিরাপত্তা অভিযানে অংশগ্রহণ করে কমিশন প্রথা নিয়ে এই মন্তব্য করে গেলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই পাশাপাশি তিনি বেআইনি বালি উত্তোলন-সহ বালি ও পাথরের ওভারলোর্ডিং নিয়ে নতুন নির্দেশিকা আসছে বলেও জানিয়ে যান। আগামী সপ্তাহেই রাজ্যের সমস্ত জেলায় জেলায় এই নয়া নির্দেশিকা পাঠানো হচ্ছে বলে তিনি জানান। শুক্রবার সেফ ড্রাইভ সেভ লাইফের সপ্তাহব্যপী কর্মসুচীতে অংশ নিতে এসে বর্ধমানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনও করে গেলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, রাজ্য পরিবহন সচীব নারায়ণ স্বরুপ নিগম, এডিজি (আইজিপি) বিবেক সহায়, পরিবহণ দপ্তরের ডাইরেক্টর তপন রুদ্র, দুষণ নিয়িন্ত্রণ পর্ষদের সচীব সুব্রত মুখার্জী সহ জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, দুই বিধায়ক সুভাষ মণ্ডল, নিশীথ মালিক সহ জেলা প্রশাসনের আধিকারিকরাও। এদিন শুভেন্দু অধিকারী বলেন, প্রায় দুবছর আগে মুখ্যমন্ত্রী এই কর্মসুচী চালু করার পথ দুর্ঘটনা অনেক কমেছে। কিন্তু অনেক ক্ষেত্রে কিছু ত্রুটিও তারা লক্ষ্য করছেন। আর সেজন্যই তারা নজরদারী চালাচ্ছেন। তিনি বলেন, স্পিড গভর্নর বসানো হয়েছে। ৮০ কিমি প্রতি ঘণ্টায় গাড়ি যাবার কথা। কিন্তু তারপরেও কিভাবে সেই গতি অতিক্রম করে গাড়ি যাচ্ছে। তাহলে কি স্পিড গভর্নরের তার খুলে রাখা হয়েছে – প্রশ্ন তুলেছেন পরিবহণ মন্ত্রী। তিনি জানিয়েছেন, এব্যাপারে কাদের ত্রুটি তাঁরা নজরদারী করছেন। পরিবহন মন্ত্রী এদিন ভাতার থেকে কলকাতা পরিবহণ সংস্থার বাস সার্ভিস চালু করেন। তিনি বলেন, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল বারবার এব্যাপারে আবেদন জানিয়েছিলেন। এরই পাশাপাশি তিনি এদিন গতিধারা প্রকল্প, সামাজিক সুরক্ষা প্রকল্পে কয়েকজনকে সুবিধাও প্রদান করেন। তুলে দেন কয়েকজনকে হেলমেটও। বর্ধমান জেলা পুলিশ এবং চুঁচুড়া পুলিশ কমিশনারেটের হাতে এদিন তিনি স্পীডো লেজার গান তুলে দেন। কয়েকজন চালকের হাতে চশমাও তুলে দেন। তিনি এদিন জানিয়ে যান, আগামী পুজোর আগেই আসানসোলে দুষণ নিয়ন্ত্রণ পর্ষদের আলাদা অফিস, কাটোয়ায় নতুন এআরটিও অফিস এবং গুসকরা ও মন্তেশ্বরে নতুন বাসস্ট্যান্ড চালু করবেন তিনি। আগামী ৩ সেপ্টেম্বর এগুলি চালু করবেন বলে জানিয়ে যান। এদিন ওভারলোর্ডিং নিয়ে পরিবহণ মন্ত্রী বলেন, বেআইনি বালি তোলা হচ্ছে বলে তিনি প্রায়ই খবর পান। পূর্ব বর্ধমানের জেলাশাসকও এব্যাপের যে উদ্বিগ্ন তা তিনি জানিয়েছেন। শুভেন্দুবাবু বলেন, গাড়িতে বালি লোর্ডিং-এর ক্ষেত্রে ২২৫ সিএফটি-র বদলে ৩০০ সিএফটির অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ওভারলোডিং চলছে। আর তাই এব্যাপারে নতুন বেশ কিছু নির্দেশিকা তৈরী করা হয়েছে। আগামী সপ্তাহেই জেলায় জেলায় এই নির্দেশিকা পৌঁছে যাবে। শুভেন্দুবাবু জানিয়েছেন, পর্ব বর্ধমান জেলায় ১৬টি ফেরি ঘাটের আধুনিকীকরণের জন্য গতবছর ৭০ কোটি টাকা দেওয়া হয়েছিল। আগামী ৩ সেপ্টেম্বর তিনি কাটোয়া এবং কালনার এই জেটিগুলো তিনি নিজে পরিদর্শন করবেন। ইতিমধ্যেই প্রতিটি জেটির জন্য ২জনকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রসঙ্গত এদিন বর্ধমানে একগুচ্ছ প্রকল্পের সূচনা করতে এলেও শুভেন্দু বাবু জানিয়ে যান, এই দিনটি অত্যন্ত দুঃখের। কারণ এই দিনেই বীরভূমের নানুরে ৯জন কৃষককে খুন করা হয়েছিল। এদিন তিনি শহীদদের প্রতি শ্রদ্ধাও জানান। সেফ ড্রাইভ সেভ লাইফের এই অনুষ্ঠানে এসে তিনি এদিন বারবার গাড়ির ফিটনেসের ওপর জোড় দেন। একইসঙ্গে দুর্ঘটনা কমাতে চালকদের স্বাস্থ্য পরীক্ষা বা তাদের আদপেই হেভি লাইসেন্স আছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দিয়ে যায় পরিবহণ আধিকারিকদের। সম্প্রতি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী আন্তঃজেলা যে ভলভো বাস সার্ভিস চালু করেছেন এদিন বর্ধমান পুরসভার কাউন্সিলার খোকন দাস সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে ওই বাসের ভাড়া কমানোর আবেদন করেন পরিবহণ মন্ত্রীর কাছে। শুভেন্দুবাবু জানান, এব্যাপারে তাঁরা আলোচনা করবেন।
Tags Alisha Bus Stand Bardhaman Burdwan East Bardhaman East Burdwan Environment Minister illegal sand mining Illegal Sand Transportation Purba Bardhaman Purbasha Bus Stand Regional Transport Office RTO Safe Drive Save Life Speed Controller Speed Governor Speed Laser Gun Speed Limiter Suvendu Adhikari Transport Minister Transport Minister Suvendu Adhikari খবর পরিবহণ দপ্তর পরিবহণমন্ত্রী পূর্ব বর্ধমান পূর্বাশা বাসস্ট্যান্ড বর্ধমান বাংলা বাংলা খবর শুভেন্দু অধিকারী সংবাদ সেফ ড্রাইভ সেভ লাইফ স্পিড গভর্নর স্পীড লেজার গান
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …