বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার দুপুরে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিল বর্ধমান-নবদ্বীপ রোডের মীর্জাপুর এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুর নাগাদ ছেলেকে ট্রেন ধরানোর জন্য বাইকে করে বর্ধমান আসছিলেন কলিগ্রামের বাসিন্দা সঞ্জয় মুখার্জী ওরফে রানা মুখার্জী (৫৩)। মীর্জাপুরের ঘোষপাড়ায় আসতেই তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বর্ধমানের দিক থেকে আসা বর্ধমান-নবদ্বীপ রুটের একটি বাস রানা ওরফে সঞ্জয় মুখার্জীকে পিষে দেয়। অন্যদিকে, ছেলে সায়ন মুখার্জী গুরুতরভাবে জখম হয়। তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করেন। রাস্তা ছোট হয়ে যাওয়া এবং রাস্তায় স্পিড ব্রেকার না থাকার জন্যই বারবার এই এলাকায় পথ দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত রাস্তা মেরামতি সম্পূর্ণ করা, স্পিড ব্রেকার ও পথচারীদের জন্য ফুটপাত ও রাস্তা চওড়া করার দাবিতে বর্ধমান-নবদ্বীপ রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। এই দুর্ঘটনার খবর পেয়েই বর্ধমান ও দেওয়ানদিঘী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধকারীদের সঙ্গে আলোচনার পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
Tags Accident Bike Accident Car accident Road Accident
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …